বাংলাদেশের অপেক্ষায় ‘সুপার এইট'
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ জুন ২০২৪, ১৪:৫৩, আপডেট: ১৬ জুন ২০২৪, ১৫:১৩
হাবুডুবু খেতে খেতে অস্ট্রেলিয়ার পিঠে চড়ে গ্রুপ পর্ব পাড়ি দিয়েছে ইংল্যান্ড। তাতে নিশ্চিত হয়েছে সুপার এইট পর্বের সাত দল। বাকি রয়েছে আর মাত্র ১টা জায়গা, যার দিকে অধীর আগ্রহে চেয়ে বাংলাদেশ ও নেদারল্যান্ডস।
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের। সোমবার ভোর সাড়ে ৫টায় আরনস ভেল গ্রাউন্ডে খেলতে নামবে দু’দল। যেখানে জয় পেলে আর কোনো সমীকরণ থাকবে না সুপার এইটের জন্য। দক্ষিণ আফ্রিকার সঙ্গী হবে তারা।
হেরে গেলেও সুযোগ থাকবে, তবে বাড়বে হিসেবনিকেশ। তখন চেয়ে থাকতে হবে নেদারল্যান্ডস- শ্রীলঙ্কা ম্যাচের দিকে। যেখানে লঙ্কানরা জিতলে জিতে যাবে বাংলাদেশ, উঠে যাবে সুপার এইটে। তবে হেরে গেলেই বিপত্তি, আরো একবার গ্রুপ পর্ব থেকেই টাইগারদের দেশে ফিরতে হবে।
আবার যদি কোনো কারণে দুই দলেরই কোনো খেলা মাঠে না গড়ায় বা যেকোনো একদলের খেলাও কোনো কারণে ভেস্তে যায়; তবেও এগিয়ে থাকবে বাংলাদেশ। সবার শেষ দল হিসেবে সুপার এইট নিশ্চিত করবে টাইগাররা।
কেননা ‘ডি’ গ্রুপে এখন পর্যন্ত তিন ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বাংলাদেশ। আর তিন ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডসের স্থান তিনে। নেট রানরেটে বাংলাদেশ ডাচদের চেয়ে প্রায় দ্বিগুণ ব্যবধানে এগিয়ে। অবশ্য ৮ পয়েন্ট নিয়ে এই গ্রুপ থেকে সবার আগে সুপার এইটে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা।
তাছাড়া এ’ গ্রুপ গ্রুপ থেকে ভারতের সাথে সুপার এইট নিশ্চিত করেছে চমক দেখানো যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেই বাজিমাত করেছে দলটা। তাতে কপাল পুড়েছে পাকিস্তানের, এক ম্যাচ হাতে রেখেই বাদ পড়েছে তারা। ‘
বি’ গ্রুপ থেকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সুপার এইটে উঠেছে। যদিও ইংলিশদের কড়া পরীক্ষা দিতে হয়েছে। ‘সি’ থেকে সেরা আটে পৌঁছেছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। এই গ্রুপ থেকে বিদায় নিয়েছে নিউজিল্যান্ড।
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে সুপার এইটে উঠেছিল বাংলাদেশ। এরপর আর কোন আসরেই প্রথম রাউন্ডের বাধা টপকাতে পারেনি তারা। ফলে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সুপার এইটে খেলার হাতছানি বাংলাদেশের সামনে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা