১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফিরলেন তামিমও, ভরসা হয়ে আছেন সাকিব

ফিরলেন তামিমও, ভরসা হয়ে আছেন সাকিব - ছবি : সংগৃহীত

দারুণ শুরুর পরও শেষটা রাঙাতে পারলেন না তানজিদ তামিম। ইনিংস বড় করতে ব্যর্থ তিনি। ২৬ বলে ৩৫ রানেই থামতে হলো তাকে। তৃতীয় উইকেটের পতন বাংলাদেশের।

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলছে বাংলাদেশ। যেখানে টসে হেরে ব্যাট করছে টাইগাররা। সুপার এইটে উঠতে হলে যে ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ।

টসে হেরে ব্যাট করতে নেমে বেশ নড়বড়ে বাংলাদেশ। প্রথম ওভার মাত্র ৩ রান তোলে নিরাপদে কাটিয়ে দিলেও দ্বিতীয় ওভারে দ্বিতীয় বলেই ঘটে প্রথম অঘটন। ব্যাক স্লিপে ক্যাচ দিয়ে ফিরেন শান্ত৷ বাংলাদেশ অধিনায়ক আউট হন ৩ বলে ১ রানে।

পরের ওভারটা অবশ্য বাংলাদেশের পক্ষে আনেন তানজিদ তামিম। ১৮ রান নিয়ে আসেন ভিভিয়ানের ওভার থেকে। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ি হয়নি, পরের ওভারের প্রথম বলে উইকেট বিলিয়ে আসেন লিটন। এঞ্জেলবার্থের দারুণ ক্যাচ হয়ে লিটন ফেরেন ১ রানে।

পরের কিছু সময় দেখেশুনে পাড়ি দিলেও পাওয়ার প্লের শেষ ওভারে আবারো বড় রান আসে। এবার জ্বলে উঠেন সাকিব আল হাসান। তানজিদ তামিমকে দর্শক বানিয়ে ১৯ রান আনেন ভেন বিকের ওভার থেকে। পাওয়ার প্লেতে আসে ৫৪ রান।

এরপর থেকে সাকিব-তামিম মিলে খেলছিলেন দেখেশুনেই। তবে ৮.৩ ওভারে ক্যাচ তোলে দিয়ে তামিম ফেরেন ৩২ বলে ৪৮ রানের জুটি ভেঙে। তবে সাকিব এখনো আছেন ভরসা হয়ে ২০ বলে ২৯ রানে। বাংলাদেশের সংগ্রহ ৯ ওভার শেষে ৩ উইকেটে ৭৩ রান।

 


আরো সংবাদ



premium cement