কেমন হতে পারে বাংলাদেশের একাদশ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ জুন ২০২৪, ১৭:১৩
শেষ হয়েছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। আজ বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ শুরু হবে টাইগারদের। দেশ বদলের সাথে বদলে গেছে ভেন্যু আর আবহাওয়াও। তাই বদল আসত পারে বাংলাদেশ দলের একাদশেও।
বিশ্বকাপের সুপার এইটের দৌড়ে এগিয়ে যেতে রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টের গুরুত্বপূর্ণ এই ম্যাচটি গড়াবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
এই ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ? আগের ম্যাচের একাদশে আস্থা রাখবে, নাকি পরিবর্তন আসবে একাদশে? তা নিয়ে আছে জল্পনা। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে শেখ মেহেদীর একাদশে অন্তর্ভুক্তির আছে জোর সম্ভাবনা।
বিশ্বকাপে এখন পর্যন্ত দু’টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এই দুই ম্যাচে পরিবর্তন এসেছে একটি। আজও পরিবর্তন আসতে পারে একটা জায়গাতেই। সবশেষ ম্যাচে সৌম্য সরকারের জায়গায় খেলানো জাকের আলি বাদ পড়তে পারেন আজ।
সুযোগ পেয়ে কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন তিনি। উল্টা ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে দলকে ডুবিয়ে এসেছেন। তাই একাদশ থেকে বাদ পড়াটা এক প্রকার নিশ্চিতই। তার বদলে শেখ মেহেদী ফিরতে পারেন একাদশে। সেন্ট ভিনসেন্টের স্পিন সহায়ক উইকেটই মূলত তাকে রেখেছে পছন্দের শীর্ষে।
আরো একটা পরিবর্তন আসতে পারে, চোট কাটিয়ে শরিফুল ইসলাম ফিরতে পারেন দলে। সেক্ষেত্রে একাদশ নির্বাচনে কঠিন পরীক্ষাই দিতে হবে ম্যানেজমেন্টকে। দলে থাকা তিন পেসারই আছেম ছন্দে, শেষ ম্যাচে তানজিম সাকিবও ছিলেন দারুণ উজ্জ্বল। কাকে রেখে কাকে বাদ দেবে, তা নিয়ে দ্বিধা আছে।
তাই নেদারল্যান্ডস ম্যাচে বোলিং লাইনের পরিবর্তনটা কি হতে যাচ্ছে এটাই দেখা বিষয়। বাকি জায়গাগুলো অপরিবর্তিত থাকবে। সাকিব আল হাসানকে নিয়ে প্রশ্ন উঠলেও তাকে বাদ দেয়ার মতো দুঃসাহস করবে না ম্যানেজমেন্ট।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, শেখ মাহেদী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা