প্রথম জয়ের খুঁজে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি নিউজিল্যান্ড
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ জুন ২০২৪, ০৬:৫৩
প্রথম জয়ের খুঁজে মাঠে নেমেছে নিউজিল্যান্ড। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে তারা। প্রথম ম্যাচেই আফগানিস্তানের কাছে ধরাশায়ীর পর কিউইদের দ্বিতীয় রাউন্ডে উঠা নিয়েও আছে শঙ্কা।
গ্রুপ ‘বি'র সবচেয়ে বড় ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে খেলছে দুই দল। যেখানে টসে জিতে ক্যারিবিয়ানদের ব্যাটিংয়ে পাঠিয়েছে কিউইরা। সাড়ে ৬টায় শুরু হয়েছে খেলা।
আফগানিস্তানের কাছে হেরে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে নিউজিল্যান্ড। মার্ক চাপম্যান, মার্ক হ্যানরি ও মিচেল ব্রেসওয়েলকে বাদ দিয়েছে তারা। ফিরেছেন রাচিন রাবিন্দ্র, টিম সাউদি ও জিমি নিশাম।
নিউজিল্যান্ড একাদশ : কেন উইলিয়ামসন, ফিন এলেন, ডেভন কনওয়ে, ডেরিয়েল মিচেল, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, লুকি ফার্গুনসন, মিচেল সান্টনার, রাচিন রাবিন্দ্র।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : রভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ, জনসন চার্লস, রোস্টন চেজ, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা