১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন লামিচানে

নেপালের ক্রিকেটার সন্দীপ লামিচানে - ছবি : বাসস

অবশেষে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেলেন নেপালের ক্রিকেটার সন্দীপ লামিচানে। যুক্তরাষ্ট্রের ভিসা না পেলেও, ওয়েস্ট ইন্ডিজের ভিসা নিয়ে বিশ্বকাপে অংশ নেবেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গ্রুপ পর্বে নেপালের শেষ দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবেন লামিচানে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল’র (সিএএন) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

২০২২ সালে নেপালে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গত বছরের ডিসেম্বরে দোষী সাব্যস্ত হয়ে আট বছরের কারাদন্ড পান লামিচানে। এ বছরের ১৫ মে উচ্চ আদালতে আপিলের পর ধর্ষণ মামলায় খালাস পান তিনি। আদালত থেকে লামিচানকে নির্দোষ ঘোষণা করার পর বিশ্বকাপে দলে নেয়া হয় লামিচানেকে।

কিন্তু লামিচানেকে ভিসা দেয়নি বিশ্বকাপের সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। ফলে যুক্তরাষ্ট্রে মাটিতে নেপালের প্রথম দুই ম্যাচে খেলার সুযোগ হয়নি তার। ইতোমধ্যে ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি ম্যাচ খেলেছে নেপাল। আগামী ১২ জুন লডারহিলে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে নেপাল।

ওয়েস্ট ইন্ডিজের ভিসা থাকায় গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে খেলবেন লামিচানে। কিংস্টনে ১৫ জুন দক্ষিণ আফ্রিকা ও ১৭ জুন বাংলাদেশের বিপক্ষে ম্যাচ রয়েছে নেপালের। ওই দু’ম্যাচে লামিচানে খেলবেন বলে এক বিবৃতিতে জানিয়েছে সিএএন সচিব পারস খাডকা, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ওয়েস্ট ইন্ডিজে রওনা হবেন এবং জাতীয় ক্রিকেট দলের সাথে যোগ দিবেন।’

বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হওয়ায় উচ্ছসিত লামিচানে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, ‘শেষ দুই ম্যাচে খেলার জন্য দলের সাথে আমি ওয়েস্ট ইন্ডিজে যোগ দিচ্ছি। আমার নিজের এবং সব ক্রিকেটপ্রেমীর স্বপ্নপূরণের অপেক্ষায় আছি।’

নেপালে ক্রিকেটের পোস্টার বয় হিসেবে পরিচিতি পান ২৩ বর বয়সী লামিচানে। দেশের হয়ে ৫২টি টি-টোয়েন্টিতে ৯৮ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ৫১ ওয়ানডেতে ১১২ উইকেট আছে তার।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement