১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ

শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ - ছবি : ইএসপিএনক্রিকইনফো

শুরুতেই ধস বাংলাদেশের ইনিংসে। ইনিংসের প্রথম দুই ওভারেই জোড়া উইকেট হারিয়েছে টাইগাররা। ফিরেছেন দুই ওপেনারের উভয়েই। তাতে ১২৫ রানের সহজ লক্ষ্য নিয়েও চাপে বাংলাদেশ।

১২৫ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় বলেই ক্যাচ অনুশীলন করিয়ে ফেরেন সৌম্য সরকার। ২ বলে ০ রানে ফেরেন তিনি। থিতু হতে পারেননি তানজিদ তামিমও, পরের ওভারে ৬ বলে ৩ করে নুয়ান তুষারার শিকার তিনি।

৬ রানে জোড়া উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে তোলার চেষ্টা করছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। বাংলাদেশের সংগ্রহ ৩ ওভার শেষে ২ উইকেটে ১৬ রান। জয়ের জন্য এখনো চাই ৯৯।


বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, সৌম্য সরকার, তানজিদ তামিম, লিটন দাস, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ

শ্রীলঙ্কা একাদশ : ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, কুসল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা ও নুয়ান থুশারা।


আরো সংবাদ



premium cement