গলার কাঁটা সরালেন মোস্তাফিজ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ জুন ২০২৪, ০৭:২৪, আপডেট: ০৮ জুন ২০২৪, ০৭:৫৭
দূর হলো গলার কাঁটা। ভয়ঙ্কর হয়ে উঠা পাথুম নিশানকাকে ফেরালেন মোস্তাফিজুর রহমান। শুরু থেকেই আগ্রাসী ব্যাট করা এই লঙ্কান ওপেনারকে স্লোয়ারে বোকা বানিয়েছেন মোস্তাফিজ।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই শ্রীলঙ্কা চাপে রাখার চেষ্টা চালায় টাইগারদের উপর। পাওয়ার প্লেতে জোড়া উইকেট হারালেও আদায় করে নেয় ৫৩ রান। যেখানে পাথুম নিশানকা রাখেন বড় অবদান।
তবে নবম ওভারে এই লঙ্কানকে ফিরিয়ে টাইগার শিবিরে স্বস্তি এনে দিয়েছেন মোস্তাফিজ৷ ২৮ বলে ৪৭ করে শান্তকে ক্যাচ দিয়ে ফেরেন নিশানকা। এর আগে অবশ্য মোস্তাফিজ ফিরান কামিন্দু মেন্ডিসকেও, (৪)।
তবে বাংলাদেশকে শুরুতেই উপলক্ষ এনে দেন তাসকিন আহমেদ। ভয়ংকর হয়ে উঠার আগেই ফিরিয়েছেন কুশল মেন্ডিসকে। তাসকিনকে টেনে খেলতে গিয়ে ১০ রানে বোল্ড হন এই লঙ্কান ওপেনার৷ তাতে ভাঙে ২১ রানের উদ্বোধনী জুটি।
এই মুহূর্তে শ্রীলঙ্কার সংগ্রহ ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৪ রান। ধনঞ্জয়া ১১ ও আসালাঙ্কা ব্যাট করছেন ২ রানে।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, সৌম্য সরকার, তানজিদ তামিম, লিটন দাস, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ
শ্রীলঙ্কা একাদশ : ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, কুসল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা ও নুয়ান থুশারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা