১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের দায় যার ওপর দিলেন বাবর আজম

পাকিস্তান ক্রিকেট দল - ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম অঘটনটি ঘটে গেল বৃহস্পতিবার রাতে। ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী পাকিস্তান হেরে গেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ম্যাচটি হেরে দলের স্পিনারদের কাঠগড়ায় তুললেন অধিনায়ক বাবর আজম।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৫৯ রান করেছিল পাকিস্তান। বাবর ৪৩ বলে ৪৪ রান করেন। তার মন্থর ইনিংস দলকে পাওয়ার প্লে-তে ডোবায়। ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্রও একই রান তোলে। ফলে খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে পাকিস্তানকে হারিয়ে দেয় স্বাগতিক যুক্তরাষ্ট্র।

ম্যাচ শেষে বাবর বলেন, ব্যাট করার সময় প্রথম ৬ ওভারে আমরা বড় রান তুলতে পারিনি। একের পর এক উইকেট যায়। সেখানেই পিছিয়ে পড়ি আমরা। আমাদের জুটি গড়তে হতো। বল হাতেও আমরা পাওয়ার প্লে-তে ভালো খেলতে পারিনি। আমাদের স্পিনাররা মাঝের ওভারে উইকেট নিতে পারেনি। ফলে হারতে হলো আমাদের।

পাকিস্তান দলে চারজন পেসার ছিলেন। শাহিন শাহ আফ্রিদি, মোহম্মদ আমির, নাসিম শাহ ও হারিস রউফ দলে থাকলেও তারা ম্যাচ জেতাতে ব্যর্থ। দলের স্পিন বিভাগ সামলানোর জন্য ছিলেন দুই অলরাউন্ডার শাদাব খান এবং ইফতিখর আহমেদ। তারা দু’জন মিলে চার ওভার বল করেছেন। তাতে কোনো উইকেট নিতে পারেননি। দিয়েছেন ৩৭ রান। পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নিয়েছেন আমির, হারিস এবং নাসিম।

পাকিস্তানি অধিনায়ক কৃতিত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্র দলকেও। বাবর বলেন, এই হার হজম করা কঠিন। যুক্তরাষ্ট্রকে কৃতিত্ব দিতে হবে। ওরা আমাদের থেকে বেশি ভালো খেলেছে। তিন বিভাগেই আমাদের হারিয়ে দিয়েছে ওরা। পিচে আর্দ্রতা ছিল। বল কোনোটা জোরে যাচ্ছিল, কোনোটা ধীরে। তবে পেশাদার হিসাবে সব পরিস্থিতির সাথেই মানিয়ে নিতে হয়।

পাকিস্তানের পরের ম্যাচ ভারতের বিপক্ষে। রোববার নিউইয়র্কে খেলবে দুই দল। সেই ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার চিন্তার কারণ বাবরদের জন্য।

 

 


আরো সংবাদ



premium cement