বিশ্বকাপে প্রথম জয়ের খুঁজে মুখোমুখি পাপুয়া নিউগিনি ও উগান্ডা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ জুন ২০২৪, ০৫:৪৪
প্রথম জয়ের খুঁজে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে উগান্ডা ও পাপুয়ানিউগিনি। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে টসে হেরে ব্যাট করছে পিএনজি। খেলা শুরু বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়।
বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি পাপুয়ানিউগিনি ও উগান্ডার। প্রথম ম্যাচে হেরে যায় উভয় দলই। পাপুয়ানিউগিনি ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে ৫ উইকেটে, উগান্ডার হার আফগানিস্তানের বিপক্ষে।
বৃহস্পতিবার দুই দলই নেমেছে আসরে নিজেদের প্রথম জয়ের খুঁজে। শুধু এই আসরে নয়, এই দুই দল বিশ্বকাপের মূল পর্বে এর আগে কখনোই জেতেনি। ফলে আজ জয়ের অপেক্ষা ফুরাবে যেকোনো এক দলের
যদিও উগান্ডা এবারই প্রথম খেলছে বিশ্বকাপে। পাপুয়ানিউগিনি খেলেছিল ২০২১ বিশ্বকাপেও।
উগান্ডা একাদশ : ব্রায়ান মাসাবা (অধিনায়ক), রিয়াজাত আলি শাহ, দিনেশ নাকরানি, রোনাক প্যাটেল, রজার মুকাসা, কসমান কাইউটা, জুমা মিয়াজি, রবিনসন ওবুয়া, সিমন সেসাজি, ফ্রাঙ্ক এনসুবুগা ও আলপেশ রামজানি।
পাপুয়ানিউগিনি একাদশ : আসাদ ভালা (অধিনায়ক), সিজে আমিনি, অ্যালেই নাও, চাঁদ সপার, হিরি হিরি, জন কারিকো, কিপলিং দরিগা, লেগা সিয়াকা, নরমান ভানুয়া, সেসে বাউ ও টনি উরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা