আবারো বাংলাদেশের দায়িত্ব নিচ্ছেন নাভিদ নেওয়াজ
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ জুন ২০২৪, ১৫:২৮
নতুন করে পুরনো দায়িত্বে নাভিদ নেওয়াজ। ফের বাংলাদেশে ফিরছেন এই চ্যাম্পিয়ন কোচ। আবারো অনূর্ধ্ব ১৯ দলের ডাগআউটে দেখা যাবে তাকে। লঙ্কান এই কোচের হাত ধরেই ২০২০ যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় টাইগাররা। বাংলাদেশ পায় প্রথম কোনো বৈশ্বিক শিরোপার স্বাদ।
বাংলাদেশকে প্রথম বিশ্বকাপ জেতানো এই কোচকে নিয়েই শিরোপা পুনরুদ্ধার করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২ বছরের চুক্তিতে আগামী যুব বিশ্বকাপ পর্যন্ত অনূর্ধ্ব ১৯ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন তিনি।
শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটারকে যুব দলের কোচ হিসেবে ঘোষণা দিয়েছে বিসিবি। তবে শুধুই অনূর্ধ্ব ১৯ দল নয়, বিসিবির গেম ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে থাকা বয়সভিত্তিক ক্রিকেটারদের ব্যাটিং পরামর্শক হিসেবেও কাজ করবেন তিনি।
কোচিংয়ে প্রায় দুই দশকের অভিজ্ঞতা নেওয়াজের। ২০০৫ সালে খেলা ছাড়ার পর থেকেই কোচ হিসেবে কাজ শুরু করেন তিনি। ২০১৮ সালে দায়িত্ব নেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। তার অধীনে ২০১৯ যুব এশিয়া কাপে রানার আপ হয় যুবারা।
তবে বিশ্বকাপে ঠিকই সামর্থ্যের প্রমাণ দেয় বাংলাদেশ। ভারতকে হারিয়ে ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয় জুনিয়র টাইগাররা। সুবাদে নেওয়াজের সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছিল বিসিবি।
তবে পরের সময়টা খুব একটা ভালো যায়নি। পরের যুব বিশ্বকাপে দলের ভরাডুবির হয়। ফলে লঙ্কান রি কোচের সাথে আর চুক্তির মেয়াদ বাড়ায়নি বিসিবি। তবে এরপর শ্রীলঙ্কা জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পান নাভিদ নেওয়াজ। তবে এবার তাকে ফের নিয়ে আসছে বিসিবি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা