বিশ্বকাপে সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রাহকের নাম জানালেন পন্টিং
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ জুন ২০২৪, ১৩:৪৪
টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হবে। যুক্তরাষ্ট্র এবং কানাডার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে প্রতিযোগিতা। এর মধ্যেই তারকা-মহাতারকারা নিজেদের ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির হয়েছেন। এদের মধ্যে আছেন অস্ট্রেলিয়ার সফলতম অধিনায়ক রিকি পন্টিংও। আসন্ন বিশ্বকাপে সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রাহক নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন তিনি।
পন্টিংয়ের মতে, বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করবেন অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড। সবচেয়ে বেশি উইকেট নেবেন ভারতের যশপ্রীত বুমরা।
ওপেন করতে নামার কারণে হেড বাকিদের থেকে এগিয়ে থাকবেন বলে মত পন্টিংয়ের। বুমরাকে এগিয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ সময়ে তার উইকেট নেয়ার ক্ষমতা দেখে।
আইসিসির এক ভিডিওয় তিনি বলেন, ‘আমার মতে, সবচেয়ে বেশি উইকেট নেবে বুমরাই। অসাধারণ ক্রিকেটার ও। কত বছর ধরে দলের হয়ে অবদান রাখছে। অসাধারণ একটা আইপিএল মৌসুম কাটিয়ে বিশ্বকাপ খেলতে এসেছে।’
পন্টিং আরো বলেন, ‘নতুন বলে অনায়াসে যেমন সুইং করাতে পারে, তেমনই গতির বৈচিত্র আনতে পারে। আইপিএলের শেষের দিকে গিয়েও ওর ইকনমি রেট সাত পেরোয়নি। উইকেট যেমন নেয় তেমনই রান দেয় না। এ রকম ওভার টি-টোয়েন্টি ক্রিকেটে করতে পারলে দলের অনেক লাভ।’
ট্রেভিসকে রাখার কারণ হিসেবে তার সাম্প্রতিক ছন্দের কথা উল্লেখ করেন পন্টিং। তিনি বলেন, ‘লাল বলের ক্রিকেট হোক বা সাদা বলের, গত দু’বছরে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে ট্রেভিস। এই মুহূর্তে ও ভয়ডরহীন ক্রিকেট খেলছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা