১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাজত্ব হারালেন সাকিব

সাকিব আল হাসান - ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে দীর্ঘ বিরতিতে থাকার ফলাফল হাতেনাতেই পেলেন সাকিব আল হাসান। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে রাজত্ব হারালেন তিনি। কোনো ফরম্যাটেই এখন আর নাম্বার ওয়ান নন সাকিব। টেস্ট আর ওয়ানডেতে শীর্ষস্থান আগেই হারিয়েছিলেন। এবার শীর্ষস্থান হারালেন টি-টোয়েন্টিতেও।

রাজনীতি আর চোটের কারণে দীর্ঘদিন ধরেই ক্রিকেটে অনিয়মিত সাকিব৷ একটা সময় ‘অলরাউন্ডার’ শব্দের সমার্থক হয়ে উঠা সাবেক এই টাইগার কাপ্তান এখন আড়ালেই থাকেন বেশি। কখনো ফিরলেও নেই সেই আগের মতো ধার। সব মিলিয়ে ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না সাকিবের।

বুধবার সর্বশেষ হালনাগাদকৃত র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। নতুন র‍্যাঙ্কিংয়ে সাকিবকে পেছনে ফেলে টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডারের জায়গা দখল করেছেন শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। সাম্প্রতিক অফফর্মের কারণে দুইয়ে নেমে গেছেন সাকিব।

এমনটা অবশ্য হবারই ছিলো। দীর্ঘদিন ক্রিকেট থেকে বাহিরে থাকা সাকিব সম্প্রতি দলে ফিরলেও নিজেকে একেবারেই মেলে ধরতে পারছেন না এই তারকা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সর্বশেষ সিরিজেও ছিলেন বর্ণহীন। ফলাফল স্বরূপ, এবার র‍্যাঙ্কিংয়েও বড় ধাক্কা খেলেন সাকিব।

২২৮ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন হাসারাঙ্গা, যা সাকিবের চেয়ে ৫ পয়েন্ট বেশি। তিনে থাকা আফগানিস্তানের মোহাম্মদ নবির রেটিং পয়েন্ট সাকিবের চেয়ে ৫ কম অর্থাৎ ২১৮।

সাম্প্রতিক অফফর্ম প্রভাব রেখেছে সাকিবের বোলিং এবং ব্যাটিং র‍্যাঙ্কিংয়েও। বোলিংয়ে ৩০ নম্বরে থাকা এই স্পিনার এক ধাপ পিছিয়ে নেমেছেন ৩১-এ। আর ব্যাটিংয়ে তিনি আগে ছিলেন ৭৯ নম্বর র‍্যাঙ্কিংয়ে। সেখান থেকে অবনমন হয়েছে ৩ ধাপ।

র‍্যাঙ্কিংয়ে অবনম হয়েছে আরো লিটন-শান্তেরও। ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ৪ ধাপ পিছিয়ে ৪৫ নম্বরে এখন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ৫ ধাপ পিছিয়ে লিটনের অবস্থান ৪০ নম্বরে। তবুও অবশ্য বাংলাদেশীদের মাঝে লিটনই সবার উপরে এদিকে মাহমুদউল্লাহ রিয়াদ পিছিয়েছেন ২ ধাপ।

বোলিংয়ে তাসকিন আহমেদ ৫ ধাপ পিছিয়ে ২৮, শেখ মেহেদী ৩ ধাপ পিছিয়ে ৩২ ও শরিফুল ইসলাম ৩ ধাপ পিছিয়ে আছেন ৪৫ তম স্থানে। তবে উন্নতি হয়েছে মোস্তাফিজ ও রিশাদের। ২৩ নম্বরে আছেন মোস্তাফিজুর রহমান। আর ৩৮ ধাপ এগিয়ে ৫২তম রিশাদ হোসেন।

অন্যদিকে উন্নতি হয়েছে তাওহীদ হৃদয় আর তানজিদ তামিমের। ১২ ধাপ এগিয়ে ৬০ নম্বরে উঠেছেন হৃদয়। আর ৩৪ ধাপ এগিয়ে প্রথমবারের মতো শীর্ষ ১০০-তে জায়গা করে নিয়েছেন তানজিদ হাসান। এ বাঁহাতি ওপেনার আছেন ৮৪ নম্বরে। যুক্তরাষ্ট্রের সাথে ভালো খেলার পুরস্কার পেলেন দু'জনেই।

 


আরো সংবাদ



premium cement
লজ্জার ধবলধোলাই বাংলাদেশ সিরিয়ার সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহারে অস্বীকৃতি ইসরাইলের ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা

সকল