‘আমরা যেকোনো দলকে হারাতে পারি’
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ মে ২০২৪, ১৮:৩৭
আগামী ২ জুন থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বাকি দলগুলোকে একপ্রকার হুমকি দিয়ে রাখলেন পাকিস্তানের পেসার হারিস রউফ। তিনি তার দল নিয়ে আত্মবিশ্বাসী। মনে করছেন বিশ্বকাপে যেকোনো দলের বিপক্ষে জেতার ক্ষমতা রয়েছে পাকিস্তানের।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। দু’টি ম্যাচ ইতোমধ্যেই বৃষ্টির কারণে বাতিল হয়ে গেছে। একটি ম্যাচে ইংল্যান্ড জিতেছে। কিন্তু রউফ আত্মবিশ্বাসী। তিনি বলেন, হারলে কষ্ট হয়। কিন্তু আমাদের দল আত্মবিশ্বাসী। নিজেদের দিনে আমরা যেকোনো দলকে হারাতে পারি। আগেও আমরা হারিয়েছি। ভুল করলে সেখান থেকে শেখা যায়। আগামী ম্যাচগুলোতে আমরা জয়ে ফিরব।
চোটের জন্য বেশ কিছু মাস বাইরে ছিলেন রউফ। ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে চার ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। পাকিস্তান সুপার লিগে খেলার সময় কাঁধের হাড় সরে যায় রউফের। সে কারণেই এত দিন খেলতে পারছিলেন না তিনি।
নিজের চোট সম্পর্কে রউফ বলেন, চোটের কারণে কয়েক মাস খেলতে পারিনি। কিন্তু নিজের ওপর বিশ্বাস রাখলে সাফল্য পাওয়া যাবে। এই কয়েক মাসে আমি শুধু সুস্থ হওয়ার চেষ্টাই করিনি, নিজের খেলা নিয়ে অনেক পরিকল্পনাও করেছি। ক্রিকেটে ফিরে এসে ভালো লাগছে। দেশের হয়ে খেলতে পেরে গর্ব হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা