সাকিবের আরো একটি অনন্য রেকর্ড
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ মে ২০২৪, ২২:৩২
সাকিব আল হাসানকে সমর্থকেরা আদর করে অনেক সময় রেকর্ড আল হাসান নামে ডেকে থাকেন। তবে তা যে খুব একটা বাড়াবাড়ি নয়, প্রতিনিয়ত তা প্রমাণ করে যাচ্ছেন সাকিব। নিত্য-নতুন রেকর্ডে সমৃদ্ধ করছেন দেশের ক্রিকেট ইতিহাস। যেমনটা করলেন আজ আরো একবার।
আন্তর্জাতিক ক্রিকেটে সাত শ’ উইকেটের মাইলফলক ছুঁতে মাত্র একটা উইকেটের প্রয়োজন ছিল সাকিব আল হাসানের। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে প্রথম দুই ম্যাচে হয়নি সেই আরাধ্য সাধন। ফলে বাড়ছিল অপেক্ষা, কখন গড়বেন সাকিব এই কীর্তিগাঁথা।
খুব বেশি অপেক্ষা বাড়ালেন না। তৃতীয় টি-টোয়েন্টিতেই পেলেন কাঙ্খিত সেই উইকেট। হিউস্টনে আন্দ্রে গোসকে ফিরিয়ে গড়লেন সেই রেকর্ড। পূরণ করলেন দেশের জার্সি গায়ে নিজের উইকেটের সপ্তম সেঞ্চুরি।
দেশের জার্সিতে তিন ফরম্যাটে এটা সাকিবের ৭০০তম উইকেট। এই মুহূর্তে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার উইকেটসংখ্যা ১৪৬। টেস্টে ২৩৭টি ও ওয়ানডেতে ৩১৭ উইকেট নিয়েছেন তিনি।
যেই রেকর্ড আগে ছিলো না কোনো বাংলাদেশীর। বিশ্ব ক্রিকেটেও এই কীর্তি বিরল। ইতিহাসেই এই কীর্তি আছে কেবল আরো ১৫ জন বোলারের। তবে দ্বিতীয় বাঁহাতি স্পিনার, সব মিলিয়ে ৭ম স্পিনার, ৮ম এশিয়ান বোলার হিসেবে এই অর্জন সাকিবের।
সাকিবের সামনে অবশ্য সুযোগ রয়েছে ক্রিকেট ইতিহাসের বাঁহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক হওয়ারও। সাবেক কিউই স্পিনার ড্যানিয়েল ভেট্টরির ৭০৫ উইকেট সাকিবের এখন হাতের নাগালেই।
তবে শুধু তাই নয়, আরো একটা অনন্য রেকর্ড গড়েছেন সাকিব। যা নেই ক্রিকেটে আর কারো। মিস্টার ‘সেভেন্টি ফাইভের’ কল্যাণেই ক্রিকেট দুনিয়া প্রথম দেখল এমন কাউকে যার ৭০০ উইকেটের পাশাপাশি ১৪ হাজার রানও আছে!
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা