১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাংলা টাইগার্সের স্কোয়াড ঘোষণা, আছেন মুশফিক-মিরাজ

- ছবি - ইন্টারনেট

দীর্ঘদিন স্থগিত থাকার পর আবারো শুরু হচ্ছে বাংলা টাইগার্সের কার্যক্রম। জাতীয় দল বা তার আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়েই গঠন করা হয়েছে দল। যেখানে আছে মুশফিকুর রহিম, সাইফ উদ্দিন, মিরাজের মতো তারকা ক্রিকেটাররাও।

শনিবার বাংলাদেশ টাইগার্সের স্কোয়াড ঘোষণা করে এক বিবৃতি দেয় বিসিবি। যেখানে ঠাঁই পেয়েছেন ২১ ক্রিকেটার। জানা গেছে, আগামীকাল সকাল ৯টা থেকে মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই দলটির প্রস্তুতি ক্যাম্প।

মূলত জাতীয় দল থেকে ছিটকে পড়া বা অনিয়মিত ক্রিকেটারদের জন্য একটি ছায়া দল গঠনের উদ্যোগ নেয় বিসিবি। দলের নাম দেয়া হয় বাংলা টাইগার্স। ক্রিকেটাদের ব্যাট-বলের সংস্পর্শে রাখতে ও অনুশীলনের আওতায় রাখাই মূল উদ্দেশ্য এই দলটার।

জাতীয় দলের নির্বাচক কমিটি এই স্কোয়াড বেছে নিয়েছে। যেখানে ভারসাম্য করা হয়েছে তরুণদের সাথে অভিজ্ঞ ক্রিকেটারদের মিশ্রণে। পরবর্তীতে এই দলটিকে নিয়ে সিলেট ও চট্টগ্রামের একাধিক ভেন্যুতে ক্যাম্প করা হবে।

জাতীয় দল এই মুহূর্তে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ সফরে। ফলে এই সময়ে টেস্ট ও ওয়ানডে দলের ক্রিকেটাররা জায়গা পেয়েছে টাইগার্সে।

বাংলাদেশ টাইগার্স স্কোয়াড :
সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মুমিনুল হক, শাহদাত হোসেন দিপু, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা, রেজাউর রহমান রাজা ও আবু হায়দার রনি।


আরো সংবাদ



premium cement