আইপিএলের প্লে অফে যে সমীকরণ দলগুলোর সামনে
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ মে ২০২৪, ১২:২৪
শেষ হয়েছে আইপিএলের লিগ পর্ব। নিশ্চিত হয়েছে প্লে অফ। যেখানে রয়েছে বড়সড় চমক, সেরা চারে ঠাঁই হয়নি সর্বোচ্চ শিরোপাজয়ী দুই দল মুম্বাই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংসের। আসরের বাকি পর্বে তারা থাকছেন দর্শক হয়ে।
শনিবার রাতে শেষ দল হিসেবে প্লে-অফের টিকিট কাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রুদ্ধশ্বাস ম্যাচে চেন্নাইকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে তারা। যেখানে অন্য তিন দল হলো কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ।
লিগ পর্ব শেষে সবার উপরে কলকাতা। ১৪ ম্যাচে ৯ জয়ে ২০ পয়েন্ট তাদের। এরপরই সমান ১৭ পয়েন্ট নিয়ে দুই ও তিনে আছে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়েলস। পয়েন্ট সমান হলেও রানরেটে এগিয়ে হায়দরাবাদ। আর ১৪ পয়েন্ট নিয়ে সবার শেষে বেঙ্গালুরু।
সমান ১৪ পয়েন্ট ছিল আরো তিন দল চেন্নাই, দিল্লি ও লাখনৌর। তবে রানরেটের কারণে প্লে অফের ট্রেনে উঠা হয়নি তাদের। আর ১৪ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে আসর শেষ করা মুম্বাই আছে সবার তলানিতে, ১০ নম্বরে।
প্লে অফের নিয়ম অনুযায়ী, শীর্ষ দুই দল সরাসরি কোয়ালিফায়ার খেলবে। অর্থাৎ প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে কলকাতা ও হায়দরাবাদ। জয়ী দল চলে যাবে সরাসরি ফাইনালে। তবে হেরে যাওয়া দলেরও সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে ফাইনালে যাওয়ার।
তিন ও চারে থাকা দুই দল বেঙ্গালুরু ও রাজস্থান খেলবে এলিমিনেটর পর্ব। যেখানে হেরে গেলে বিদায় ঘণ্টা বেজে যাবে। বিপরীতে জয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। যেখানে তাদের প্রতিপক্ষ প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল।
আগামীকাল মঙ্গলবার (২১ মে) থেকে মাঠে গড়াবে প্লে-অফের ম্যাচ। সেদিনই অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার। ২২ মে এলিমিনেটর, ২৪ মে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। চেন্নাইয়ে ফাইনাল হবে ২৬ মে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা