১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শঙ্কার মুখে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টি সিরিজ

শঙ্কার মুখে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টি সিরিজ - ছবি : সংগৃহীত

শঙ্কার মুখে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টাইগারদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে এই সিরিজের ভাগ্য এখন দুল্যমান। হঠাৎ উঠা ঝড়ের তীব্রতায় এফোঁড়-ওফোঁড় হয়ে গেছে সিরিজের ভেন্যু প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের অস্থায়ী স্থাপনাগুলো। ফলে খেলা মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে সংশয়।

বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল দিন দুয়েক আগেই পা রেখেছে যুক্তরাষ্ট্রে। তবে শুধু বিশ্বকাপ খেলতেই এমন আগেভাগে যাওয়া নয়, মহারণ শুরুর আগে স্বাগতিকদের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে টাইগারদের। কিন্তু হঠাৎ উঠা ঘূর্ণিঝড় যেন সব এলোমেলো করে দিল।

বাংলাদেশ বিশ্বকাপ দল যখন শুক্রবার ভোরে হিউস্টনের জর্জ বুশ আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছায়, তখনো ঘূর্ণিঝড় চলছিল সেই শহরে। যদিও সাকিবদের হোটেলে পৌঁছাতে বেগ পেতে হয়নি, তবে এই ঝড়ের প্রভাব পড়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজে।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র এই সিরিজের সবকটি ম্যাচ হওয়ার কথা হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে। এটি একটি অস্থায়ী ক্রিকেট কমপ্লেক্স। মুলত এই সিরিজের জন্যই সেটি চটজলদি করে স্থাপন করা হয়েছে। কিন্তু এই ঘুর্ণিঝড়ে সেই স্থাপনা পুরোদুস্তর চুরমার হয়ে গেছে!

এমনকি প্র্যাকটিস নেটও পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রচার কর্তৃপক্ষের জন্য স্থাপন করা সবগুলো স্ট্যান্ডই ঝড়ে উড়ে গেছে। সেই সাথে শহরও ভালো অবস্থায় নেই, সাতজন নিহতের খবর পাওয়া গেছে। তাছাড়া পুরো হাউস্টন এলাকা হয়ে যায় বিদ্যুৎহীন।

এমতাবস্থায় সিরিজের ভাগ্য নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ইএসপিএন ক্রিকইনফোর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পিটার ডেলা পেনাও। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি লেখেন : ‘২১ মে থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সিরিজ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার হিউস্টনে বড় ধরনের ঝড় হয়ে গেছে। অস্থায়ীভাবে নির্মিত প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের বেশিরভাগ স্থাপনা ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে।'

এদিকে আজ প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে অনুশীলনে করার কথা ছিল বাংলাদেশ দলের। সেটি নিয়েও এখনো অনিশ্চয়তা আছে। আর শেষ পর্যন্ত যদি সিরিজ মাঠে না গড়ায় তবে বেশ বিপাকেই পড়বে বাংলাদেশ। বিশ্বকাপের আগে নিজেদের গুছিয়ে নেবার শেষ সুযোগটা হাতছাড়া করবে তারা।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে এ সিরিজ মাঠে গড়ানোর কথা ২১, ২৩ ও ২৫ মে তারিখে। এরপর আইসিসির সূচি অনুযায়ী, ২৮ মে টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আর ১ জুন খেলবে শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে।


আরো সংবাদ



premium cement