বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকা শিবিরে দুঃসংবাদ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ মে ২০২৪, ১৮:০৬
আর মাত্র দুই সপ্তাহ পরই পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। এমন অবস্থায় দুঃসংবাদ দক্ষিণ আফ্রিকা শিবিরে। পায়ের ইনজুরিতে পড়েছেন দেশটির ডান-হাতি পেসার কাগিসো রাবাদা। পায়ের উরুর নিচের অংশের টিস্যুতে সংক্রমণ হয়েছে তার।
এজন্য চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথে দেশে ফেরার অনুমতি দেয়া হয়েছে রাবাদাকে। দেশে ফিরে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন তিনি।
এক বিবৃতিতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) জানিয়েছে, রাবাদাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখবে চিকিৎসক দল।
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ সামলাবেন রাবাদা। বিশ্ব মঞ্চে প্রোটিয়াদের গুরুত্বপূর্ণ সদস্য তিনি।
বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের প্রাথমিক দলে দক্ষিণ আফ্রিকার একমাত্র কৃষ্ণাঙ্গ আফ্রিকান ক্রিকেটার রাবাদা। যা নিয়ে কিছুটা বিতর্কও তৈরি হয়েছে।
এক মৌসুমে একাদশে ছয়জন করে শ্বেতাঙ্গ ছাড়াও ভিন্ন বর্ণের খেলোয়াড় রাখার লক্ষ্য স্থির করেছে সিএসএ। এরমধ্যে অন্তত দু’জন কৃষ্ণাঙ্গ আফ্রিকান থাকবেন। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের তেমনটা আপাতত করতে পারছে না সিএসএ। কারণ স্কোয়াডে ছয়জন ভিন্ন বর্ণের ক্রিকেটার থাকলেও কৃষ্ণাঙ্গ একজনই আছেন।
আইপিএলের চলতি আসরে পাঞ্জাব কিংসের হয়ে ১১ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন রাবাদা। ইনজুরির কারণে পাঞ্জাবের শেষ দুই ম্যাচে খেলবেন না তিনি। দেশের হয়ে ৫৬টি টি-টোয়েন্টিতে ৫৮ উইকেট নিয়েছেন এই পেসার। ২০২২ সালে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ ম্যাচে মাত্র ২ উইকেট শিকার করেছিলেন রাবাদা।
আগামী ৩ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে দক্ষিণ আফ্রিকা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা