১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বৃষ্টিতে ম্যাচ পণ্ড, প্রথম দুইয়ে থাকা নিশ্চিত কলকাতার

বৃষ্টিতে ম্যাচ পণ্ড, প্রথম দুইয়ে থাকা নিশ্চিত কলকাতার - ছবি : সংগৃহীত

প্রবল বৃষ্টিতে ধুয়ে গেল কলকাতা-গুজরাট ম্যাচ। শহর বদলালেও বৃষ্টি পিছু ছাড়ল না কেকেআরের।
ইডেন গার্ডেন্সে বৃষ্টির জন্য মুম্বইয়ের বিরুদ্ধে ১৬ ওভারের খেলা হয়েছিল। সোমবার এক বলও খেলা হল না নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ফলে গুজরাট ও কলকাতার মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল। সোমবারের পরে লিগ টেবিলে শীর্ষেই থেকে গেল নাইটরা। গৌতম গম্ভীরের দলের অবস্থানে অবশ্য কোনো পরিবর্তন হলো না।

এদিনের ম্যাচ থেকে এক পয়েন্ট ঘরে আসায় কেকেআরের পয়েন্ট হলো ১৯। প্রথম কোয়ালিফায়ার খেলবে নাইটরাই।

শেষ ম্যাচ তাদের বাকি রাজস্থানের সাথে। সেই ম্যাচের ফলাফল কী হবে, তা বলবে সময়। তবে এদিনের পরে বলে দেয়াই যায় প্রথম দুইয়ে থাকা নিশ্চিত কলকাতার। যে দুবার কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল, সেই দুবার প্রথম দুইয়ে শেষ করেছিল কলকাতা শিবির। এবার কী হবে, তা জানার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করে থাকা ছাড়া গত্যন্তর নেই। এদিকে রাজস্থান রয়্যালসের ম্যাচ বাকি রয়েছে পাঞ্জাব কিংস ও কেকেআরের সঙ্গে। দুটি ম্যাচ জিতলে রাজস্থানের পয়েন্ট হবে ২০। সেক্ষেত্রে কলকাতা দ্বিতীয় হয়ে প্লে অফে পৌঁছবে। গুজরাট আগেই ছিটকে গিয়েছিল আইপিএল থেকে। এদিন ম্যাচ না হওয়ায় শুভমন গিলদের টুর্নামেন্টই শেষ হয়ে গেল।

কথায় বলে শুরু দেখে বোঝা যায় দিনটা কেমন যাবে। পুরোটা বোঝা না গেলেও কিছুটা তো বোঝাই যায়। এদিন শুরু থেকেই ইঙ্গিত ছিল বৃষ্টি ভণ্ডুল করে দিতে পারে ম্যাচ। নির্দিষ্ট সময়ে টস হয়নি। বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ আকাশ চিড়ে ফেলল। বৃষ্টি কখনো হলো ঝমঝমিয়ে, কখনো আবার ঝিরঝিরে। একাধিকবার মাঠ পর্যবেক্ষণ করা হলো। শেষ পর্যন্ত রাত সাড়ে ১০টা নাগাদ জানিয়ে দেয়া হলো এদিনের ম্যাচ শুরু করা যাচ্ছে না।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল