তাসকিনের জন্যে বেড়েছে বিশ্বকাপ দল ঘোষণার অপেক্ষা
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ মে ২০২৪, ১৫:৩৫
কারা থাকছেন বিশ্বকাপ বহরে, তা জানার অপেক্ষা বেড়েছে আবারো। কথা থাকলেও বিশ্বকাপের দল ঘোষণা হচ্ছে না আজ। তাসকিন আহমেদকে নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে না পারায় একদিন পিছিয়েছে স্কোয়াড ঘোষণার তারিখ। সবকিছু ঠিক থাকলে আগামীকাল জানা যাবে, কারা উড়াল দিচ্ছেন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে।
আগামী ৫ জুন শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে এবারের আয়োজন। তবে ১৫ মে রাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। ফলে দল ঘোষণার জন্যে খুব বেশি সময় নেই। ২০ দেশের বিশ্বকাপে ১৭ দেশ দল ঘোষণা করেছে অনেক আগেই।
গতকাল রোববার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, আজ সোমবার বিশ্বকাপ দল প্রকাশ করবে বিসিবি। তবে পিছিয়েছে সেই আয়োজন। চোটে পড়া তাসকিন আহমেদের ভাগ্য নির্ধারণ করতে গিয়ে আজ আর দল ঘোষণা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
জানা গেছে, জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে চোট পাওয়া তাসকিনের অবস্থা খুব একটা ভালো নয়।
সোমবার পাওয়া স্ক্যান রিপোর্টে তাসকিনের পেশিতে চিড় ধরা পড়েছে। সেই রিপোর্ট পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানকার চিকিৎসকরা বিশ্বকাপের পূর্বে তাসকিনের ফিট হয়ে উঠার সবুজ সঙ্কেত দেন, তবেই তিনি থাকবেন বিশ্বকাপে।
শুধু তাই নয়, প্রথম দুই ম্যাচও তার জন্যে অপেক্ষা করতে রাজি বাংলাদেশ দল। অন্যথায় আরো একটা বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হবে তাসকিনকে। ফলে তাসকিনের জন্যেই বিশ্বকাপ দল ঘোষণার অপেক্ষা বেড়েছে।
তবে আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, সব জটিলতা দূর করে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা