১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা সোমবার

বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা সোমবার - ছবি : সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্ব আসরকে সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করে ফেলেছে অধিকাংশ দল। তবে এখনো দল ঘোষণা করতে পারেনি বাংলাদেশ। আগামীকাল সেই কাঙ্ক্ষিত ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আগামী ৫ জুন শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে এবারের আয়োজন। তবে ১৫ মে রাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। ফলে দল ঘোষণার জন্যে খুব বেশি সময় নেই আর।

অবশ্য বিশ্বকাপের দল ঘোষণার মূল আনুষ্ঠানিকতা কিন্তু হয়ে গেছে আগেই। গত ১ মে ছিল আইসিসির কাছে দল পাঠানোর শেষ সময়। নির্ধারিত সেই সময় মেনে আইসিসির কাছে দল পাঠিয়েছে বাংলাদেশ। অবশ্য আগামী ২৫ মে পর্যন্ত সেই দলে পরিবর্তন আনতে পারবে যেকোনো বোর্ড। বিসিবি কাজে লাগিয়েছে এই সুযোগটাই।

বিশ্বকাপ দল কেমন হতে পারে, সে সম্পর্কে আভাস অবশ্য আগেই মিলেছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথায়। দলের এই টপঅর্ডার ব্যাটার বলেছিলেন, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সিরিজের দলের বেশিরভাগ সদস্য যাবেন বিশ্বকাপে। সবকিছু ঠিক থাকলে হতে যাচ্ছে তেমনটাই।

যদিও শেষ মুহূর্তে চোটে পড়ায় তাসকিনকে নিয়ে আছে শঙ্কা। হঠাৎ পাওয়া চোটে বিশ্বকাপ বহরে তাকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। যদিও আসেনি আনুষ্ঠানিক ঘোষণা, আগামীকাল রিপোর্ট পাবার পরেই মূলত তার সম্পর্কে সিদ্ধান্ত নেবে বিসিবি। এরপরই হবে দল ঘোষণা।

তবে আগামীকাল (সোমবার) যে বিশ্বকাপ দল ঘোষণা হবে, তা অনেকটাই নিশ্চিত। বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন স্বয়ং দিয়েছেন এই বার্তা। রোববার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন,‘আমাদের তো এখন দল ঘোষণা করতে হবে। সম্ভবত কাল ঘোষণা করা হবে দল।'

সেই প্রস্তুতিই নিচ্ছে বিসিবি। রোববার ম্যাচ শেষে ক্রিকেট পরিচালনা বিভাগের সাথে বৈঠক করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহও ছিলেন। আলোচনার বিষয়বস্তু যে বিশ্বকাপের দল তা আর অজানা নয়। বোর্ড সভাপতি ছাড়াও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান ছিলেন ওই সভাতে।

জানা গেছে, অধিনায়ক শান্তের অধীনে ওপেনিংয়ে লিটন দাস, তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারকে রাখার সম্ভাবনা প্রবল। মিডল অর্ডারে সাকিব, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিকের থাকা অনেকটাই নিশ্চিত। পেস বোলিং বিভাগে ভরসা মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।

তাসকিনের থাকাটা নির্ভর করছে স্ক্যান রিপোর্টের ওপর। শেষ মুহূর্তে তিনি বাদ পড়লে ভাগ্য খুলতে পারে তানজিম হাসান সাকিবের। স্পিন আক্রমণে শেখ মেহেদী হাসানের সাথে রিশাদ হোসেন ও তানভীর ইসলামের থাকার সম্ভাবনা জোরালো। এর বাইরে স্ট্যান্ডবাই হিসেবে আরো দুই ক্রিকেটারকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাবে বিসিবি।

যাদের একজন হতে পারেন শামিম পাটোয়ারী, অন্যজন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে দল ঘোষণার পরই বুঝা যাবে কি থেকে কি হচ্ছে আসলে।


আরো সংবাদ



premium cement