১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মারাত্মক বিপর্যয়ে বাংলাদেশ

মারাত্মক বিপর্যয়ে বাংলাদেশ - সংগৃহীত

হঠাৎ বিপর্যয় বাংলাদেশের ইনিংসে। ১১ ওভারে বিনা উইকেটে ১০১ রান থেকে ১৭.৩ ওভারে টাইগাররা পরিণত হয়েছে ১৩২/৮। অর্থাৎ ৭.৩ ওভারে ৩১ রান তুলতেই নেই ৭ উইকেট। বেরিয়ে এসেছে ইনিংসের লেঁজ।

আগের দুই ম্যাচেই সেরা খেলোয়াড় ছিলেন তাওহীদ হৃদয়, প্রথম ম্যাচেও রেখেছেন অবদান। তবে আজ আর হলো না। ইনিংস বড় করতে পারলেন না হৃদয়। ১৪তম ওভারে সিকান্দার রাজাকে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়েছেন তিনি। ফেরেন ৮ বলে ১২ রানে।

তবে বড় ধাক্কা আসে পরের ওভারে। ব্যানেটের সেই ওভারে জোড়া উইকেট হারায় টাইগাররা। ফেরেন দশ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরা সাকিব, আউট হন ৩ বলে মাত্র ১ রানে।

ওভারের শেষ বলে নাজমুল হোসেন শান্তকেও আটকে দেন তিনি। ৭ বল খেলে মাত্র ২ রানে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। ১২১/২ থেকে মুহুর্তেই ১২৩/৫ এ পরিণত হয় বাংলাদেশ।

পরের ওভার কোনো রকম কাটিয়ে দিলেও ১৬.৩ ওভারে ফেরেন জাকের আলিও। এখানেই শেষ নয়, ওভারের ৫ম বলে ভুল বুঝাবুঝিতে রান আউট হয়ে ফেরেন তাসকিন (০)। আর রিশাদ ফেরেন ১৮তম ওভারে জঙ্গির তৃতীয় শিকার হয়ে ২ রানে।

এর আগে উদ্বোধনী জুটিতে ১১ ওভারে ১০১ রান তুলে বাংলাদেশ। দারুণ সূচনা এনে দেন তানজিদ তামিম ও সৌম্য সরকার। সিরিজে নিজের দ্বিতীয় ফিফটি তুলে ফেরেন তানজিদ, করেন ৩৭ বলে ৫২ রান।

একই ওভারে জঙ্গি ফেরান সৌম্যকেও৷ ৩৪ বলে ৪১ করে আউট হন তিনি। এখান থেকেই শুরু হয় বিপর্যয়ের।


আরো সংবাদ



premium cement
প্রশাসনের নির্দেশনা অমান্য করে বুদ্ধিজীবী দিবসে চট্টগ্রাম ক্লাবে কনসার্ট সাকিবের বোলিং নিষিদ্ধ করল ইংল্যান্ড ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগে ডুয়েটের ১৪ শিক্ষার্থীর সাজা সিলেট যেন মিছিলের নগরী এক বছরের ব্যবধানে ফের অবসরে ইমাদ ওয়াসিম শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি চালু করতে হবে : শামসুল ইসলাম সাভারে দিন-দুপুরে চলন্ত বাসে ডাকাতি বাংলাদেশ সফরে আসছেন নাসার প্রধান নভোচারী সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনের দাবি হেফাজত আমিরের ব্রিটিশরা ভারতবর্ষের কতটা আর্থিক ক্ষতি করে গেছে আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে : রফিকুল ইসলাম খান

সকল