১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভারতের কাছে টানা চতুর্থ হার বাংলাদেশের

ভারতের কাছে টানা চতুর্থ হার বাংলাদেশের - ছবি : সংগৃহীত

ব্যাটিং-বোলিং ব্যর্থতায় ভারতের কাছে টানা চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে হারল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

সোমবার সিরিজের চতুর্থ ম্যাচে ভারতের কাছে বৃষ্টি আইনে ৫৬ রানে হেরেছে টাইগ্রেসরা। এ ম্যাচ হেরে হোয়াইওয়াশের মুখে পড়েছে বাংলাদেশ। আগের তিন ম্যাচ যথাক্রমে ৪৪ রানে, বৃষ্টি আইনে ১৯ রানে এবং ৭ উইকেটে হেরেছিল নিগার সুলতানার দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। বৃষ্টির কারণে দু’দফায় প্রায় দেড় ঘণ্টা খেলা বন্ধ থাকার কারণে টি-টোয়েন্টি ম্যাচটি ১৪ ওভারে নামিয়ে আনা হয়।

ব্যাটারদের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে ১৪ ওভারে ৬ উইকেটে ১২২ রানের বড় সংগ্রহ পায় ভারত।
অধিনায়ক হারমানপ্রীত কৌর ৫টি চারে ২৬ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন। এছাড়া রিচা ঘোষ ১৫ বলে ২৪, স্মৃতি মান্ধানা ১৮ বলে ২২, দয়ালান হেমলতা ১৪ বলে ২২ রান করেন। বাংলাদেশের মারুফা আকতার ও রাবেয়া খান ২টি করে উইকেট নেন।

ভারত ১২২ রান করলেও বৃষ্টি আইনে ১৪ ওভারে ১২৫ রানের নতুন টার্গেট পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ভারতীয় বোলারদের সামনে অসহায় ছিল বাংলাদেশের ব্যাটররা। ১৪ ওভারে ৭ উইকেটে ৬৮ রান তুলে ম্যাচ হারে বাংলাদেশ।

দলের পক্ষে মাত্র তিনজন ব্যাটার দুই অংশ স্পর্শ করতে পারেন। দিলারা আকতার ২১, রাবেয়া হায়দার ১৩ ও শরিফা খাতুন অপরাজিত ১১ রান করেন। ভারতের দিপ্তি শর্মা ও আশা সোবহানা ২টি করে উইকেট নেন।

আগামী ৯ মে একই ভেন্যুতে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে লক্ষ্মীপুরে ছাত্রহত্যায় অংশ নেয়া আ‘লীগ নেতা বিএনপির লং মার্চ : আগরতলা সীমান্তে সতকর্তা বাড়িয়েছে ভারত ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার : আসিফ মাহমুদ নারায়ণগঞ্জে দাফনের ৪ মাস পর লাশ উত্তোলন কক্সবাজারে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ইভাংকার শ্বশুরের পক্ষে ডোনাল্ড ট্রাম্পের সাফাই ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ নিহত ৩ রাজনৈতিক পটপরিবর্তনে কোটিপতির অ্যাকাউন্টের সংখ্যা কমেছে : বাংলাদেশ ব্যাংক বাঁশখালীতে পুড়ে ছাই হলো ১২ পরিবারের বসতঘর তাপমাত্রা কমে শীতের প্রকোপ বাড়বে নায়িকা পূজা চেরির ছাত্রশিবিরে যোগ দেয়ার দাবি ভুয়া 

সকল