তানজিদ-সাইফুদ্দীনকে নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ মে ২০২৪, ১৭:৫৩, আপডেট: ০৩ মে ২০২৪, ১৮:১৬
তানজিদ তামিমকে নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথমবারের মতো টি-টোয়েন্টি খেলতে নামছেন এই ওপেনার। মাহমুদউল্লাহ রিয়াদের হাত থেকে পেয়েছেন অভিষেক ক্যাপ। একই সাথে ফিরেছেন সাইফুদ্দীনও।
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি দুই দল। যেখানে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের। খেলা শুরু সন্ধ্যা ৬টায়।
প্রতিপক্ষ সহজ হলেও বেশ কঠিন লক্ষ্য বাংলাদেশের সামনে। বিশ্বকাপের আগে দলের সমন্বয় ঠিক করার শেষ সুযোগ বলা যায়। যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার ইতি টানতে হবে এই সিরিজ দিয়েই।
তানজিদ তামিম আগ্রাসী ব্যাটিংয়ে নজর কাড়লেও এখন পর্যন্ত খেলা হয়নি আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ১৫ ওয়ানডে খেলা এই ব্যাটারের টি-টোয়েন্টি অভিষেক হলো এই ম্যাচ দিয়েই। একই সাথে প্রায় দেড় বছর পর জাতীয় দলেফ জার্সি গায়ে তুলেছেন সাইফুদ্দীন।
বাংলাদেশ দল
লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), সাইফুদ্দীন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও শেখ মেহেদী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা