জিম্বাবুয়ে সিরিজের শুরুতে না থাকার কারণ জানালেন সাকিব
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ এপ্রিল ২০২৪, ১৭:১৩
অবশেষে মুখ খুললেন সাকিব আল হাসান। নিরবতা ভেঙে জবাব দিলেন সমালোচকদের। জানালেন জিম্বাবুয়ে সিরিজের প্রথমাংশে না খেলার কারণ। সেই সাথে খোলাসা করলেন এই সময়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলার কারণটাও।
ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ দিয়েই রঙিন পোশাকে লম্বা বিরতি শেষ হতে যাচ্ছে সাকিব আল হাসানের। যেখানে শুরু থেকেই খেলার কথা ছিল তার। তবে সেই পরিকল্পনায় খানিকটা পরিবর্তন এসেছে। পিছিয়েছে সাকিবের প্রত্যাবর্তনের সময়।
জানা যায়- সিরিজের প্রথমাংশে সাকিবকে ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশকে। প্রথম দুই ম্যাচে খেলছেন না তিনি। এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু যখন জানা গেল একই সময়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে যাচ্ছেন সাকিব, তখনই সমালোচকরা মুখ খুলতে শুরু করে। প্রশ্ন উঠে, জাতীয় দলের খেলা বাদ দিয়ে কেন সাকিব খেলতে যাচ্ছেন লিগে?
যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সম্প্রতি এই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সাকিব। জবাব দিয়েছেন সমালোচকদের প্রশ্নের। জানিয়েছেন, পুরো বিষয়টিই হয়েছে টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনার মধ্যে দিয়েই।
সাকিব বলেন, ‘জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলব। দেশে হয়তো এ নিয়ে একটা কনফিউশন চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কথা চলছে যে আমি জিম্বাবুয়ে সিরিজে শুরু থেকে খেলব না, ডিপিএল খেলব। আসলে কোচ, অধিনায়ক সবার সাথে আগে কথা বলেছিলাম।’
‘কোচ বলেছিলেন দুটো ম্যাচ খেললেই হবে। এরপর অধিনায়ক ও নির্বাচকদের সাথে কথা বলি, তারা বলেছে দুটো না তিনটা ম্যাচ খেলো, তাহলে আমাদের জন্য ভালো হয়। আমি বলেছি সমস্যা নেই। এটাই সিদ্ধান্ত হয়েছে, যেটা নিয়ে দেশে এত কনফিউশন দেখতে পাচ্ছি। খুবই অবান্তর।’- বলেন সাকিব।
সাকিব আরো বলেন, ‘আসলে এগুলো আলোচনার মাধ্যমেই হয়, আমার ইচ্ছামতো হয় না। যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগে দুটি ম্যাচ থাকবে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ তিন ম্যাচ খেলার আগে। সেহেতু দুটি ম্যাচ খেলার সুযোগ থাকবে, এছাড়া প্রস্তুতিটাও ভালো হবে। সে কারণে আসলে এই দুইটা ম্যাচ খেলা। এখানে এর বেশি নাই।’
উল্লেখ্য, জিম্বাবুয়ে সিরিজের পাঁচটি ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৭, ১০ ও ১২ মে। সবকিছু ঠিক থাকলে ৭ মে থেকেই দলে পাওয়া যেতে পারে সাকিবকে। তাতে ভারত বিশ্বকাপের পর প্রথমবার রঙিন জার্সি গায়ে মাঠে নামবেন তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা