পাকিস্তান-নিউজিল্যান্ডের উভয়েরই লক্ষ্য সিরিজে এগিয়ে যাওয়া
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ এপ্রিল ২০২৪, ১৬:৫০
প্রথম তিন ম্যাচ শেষে পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। চতুর্থ ম্যাচ জিতে সিরিজে লিড নেওয়ার লক্ষ্য নিয়ে আগামীকাল বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে দু’দল। লাহোরে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে পাকিস্তান-নিউজিল্যান্ড চতুর্থ টি-টোয়েন্টি।
মাত্র ২ বল খেলার হবার পর বৃষ্টির কারণে রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত হয়। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে উড়িয়ে দেয় পাকিস্তান। বোলারদের দারুণ নৈপুন্যে ৭ উইকেটের জয়ে সিরিজে লিড নেয় পাকরা। প্রথমে ব্যাট করে ৯০ রানে অলআউট হয় কিউইরা। জবাবে ৪৭ বল বাকি রেখেই ম্যাচ জিতে নেয় পাকিস্তান।
১-০ ব্যবধানে পিছিয়ে পড়েও দ্রুত ঘুড়ে দাঁড়ায় নিউজিল্যান্ড। মার্ক চাপম্যানের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে তৃতীয় ম্যাচ ৭ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় কিউইরা। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডকে ১৭৯ রানের টার্গেট ছুঁড়ে দেয় পাকিস্তান। চাপম্যানের ৯টি চার ও ৪টি ছক্কায় ৪২ বলে অনবদ্য ৮৭ রানে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে নামা নিউজিল্যান্ড। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারণে প্রথম সারির ৯জন খেলোয়াড়কে ছাড়াই পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে কিউইরা।
তৃতীয় ম্যাচে পাওয়া দুর্দান্ত জয়ে এবার সিরিজে প্রথমবারের মতো লিড নেওয়ার স্বপ্ন নিউজিল্যান্ডের। আগের ম্যাচের নায়ক চাপম্যান বলেন, ‘তৃতীয় ম্যাচের জয় দলকে আত্মবিশ্বাসী করেছে। জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজে লিড নেওয়াই এখন প্রধান লক্ষ্য আমাদের। পাকিস্তান শক্তিশালী দল। আমাদের সতর্ক থাকতে হবে এবং সেরা ক্রিকেটই খেলতে হবে।’
দ্বিতীয় ম্যাচের মত তৃতীয়টিতে জ্বলে উঠতে পারেনি পাকিস্তানের বোলাররা। সিরিজে লিড নেওয়ার লক্ষ্যে বোলারদের কাছ থেকে আরও ভালো পারফরমেন্স প্রত্যাশা করছেন পাক অধিনায়ক বাবর আজম। তিনি বলেন, ‘আমাদের দলের মূল শক্তিই বোলিং। বোলারদের ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করতে হবে। আশা করি, বোলাররা নিজেদের সেরা রুপে ফিরবে। ব্যাটিং-বোলিং একত্রে জ্বলে উঠলেই সিরিজে লিড নিতে পারবো আমরা।’
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৪২বার মুখোমুখি হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড। এরমধ্যে জয়ের পাল্লা ভারী পাকিস্তানের। ২২টি ম্যাচে জয় আছে পাকদের। ১৮টিতে জিতেছে নিউজিল্যান্ড। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।
পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, ইরফান নিয়াজি, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসামা মির, উসমান খান ও জামান খান
নিউজিল্যান্ড দল : মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, ডিয়ান ফক্সক্রফট, বেন লিস্টার, কোল ম্যাককোঞ্চি, জিমি নিশাম, উইল ও’রুর্ক, টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি, টম ব্লান্ডেল, জ্যাক ফকস।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা