২ কিংবদন্তীকে কোচ করে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ এপ্রিল ২০২৪, ১৪:৪৫, আপডেট: ০৮ এপ্রিল ২০২৪, ১৪:৪৭
কোচ নিয়ে নাটকীয়তা যেন থামছে না পাকিস্তান ক্রিকেটে। বিশ্বক্রিকেটের বড় বড় নাম জড়ালেও এখন পর্যন্ত তাদের কেউ এখনো নিশ্চিত নয়। এমন পরিস্থিতিতে আপদকালীন সময়ের জন্যে দেশীয় দুই কিংবদন্তী ক্রিকেটারের শরণাপন্ন হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বাবর আজমদের কড়া নাড়ছে নিউজিল্যান্ড সিরিজ। আগামী ১৮ এপ্রিল থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কিউইদের মুখোমুখি হবে পাকিস্তান। এই সিরিজের জন্যে মেন ইন গ্রিনদের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ ইউসুফ ও আব্দুর রাজ্জাক।
তবে পূর্ণকালীন দায়িত্ব পাচ্ছেন না তারা। দু’জনকেই শুধুমাত্র কিউইদের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্যই দায়িত্ব দেয়া হয়েছে। যেখানে প্রধান কোচের ভূমিকা সামলাবেন মোহাম্মদ ইউসুফ, সহকারী কোচ হিসেবে দেখা যাবে আব্দুর রাজ্জাককে।
গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে পাকিস্তানের প্রধান কোচের পদ খালি। এ সময়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে কোচের কাজ সামলেছিলেন টিম ডিরেক্টর পদে নিয়োগ পাওয়া মোহাম্মদ হাফিজ। গত মাসে হাফিজকেও সরিয়ে দিয়েছে নতুন চেয়ারম্যান মহসিন নাকভির নেতৃত্বাধীন পিসিবি।
এরই মাঝে কোচ খোঁজাখুঁজি শুরু করেছে বোর্ড। টেস্টের জন্য অস্ট্রেলিয়ার জেসন গিলেস্পি আর ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেনের সাথে আলোচনাও অনেক দূর গড়িয়েছে তাদের। যদিও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
মোহাম্মদ ইউসুফ আর আব্দুর রাজ্জাক কোচ হিসেবে মাত্র এক সিরিজের জন্য দায়িত্ব পেলেও তাদের মূল দায়িত্ব নির্বাচক প্যানেলে। দুই সপ্তাহ আগে দু’জনকে নির্বাচক প্যানেলের সদস্য হিসেবে পরিচয় করিয়ে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। যেখানে তাদের সাথে ছিলেন ওয়াহাব রিয়াজ ও আসাদ শফিক।
পাকিস্তানের সর্বশেষ সিরিজে বোলিং কোচের দায়িত্বে ছিলেন উমর গুল ও সাঈদ আজমল। শোনা যাচ্ছে এই দু’জনকেও নিউজিল্যান্ড সিরিজে একই দায়িত্বে রেখে দেয়া হতে পারে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা