১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিনা উইকেটে মধ্যাহ্ন-বিরতিতে বাংলাদেশ

বিনা উইকেটে মধ্যাহ্ন-বিরতিতে বাংলাদেশ - সংগৃহীত

খানিকটা স্বস্তি নিয়েই মধ্যাহ্ন-বিরতিতে বাংলাদেশ। যদিও জয় থেকে এখনো অনেক দূরে, তবুও কোনো উইকেট না হারানোটাই বড় পাওয়া টাইগারদের। অসম্ভব সম্ভব করতে এখনো প্রয়োজন ৪৮০ রান।

৫১১ রানের রেকর্ড সংগ্রহ তাড়া করতে নেমে বিনা উইকেটে ৩১ রান নিয়ে বিরতিতে শান্তরা। এখনো জয়ের জন্য মাহমুদুল হাসান ২৪ বলে ১৯ রানে অপরাজিত আছেন। ২৪ বলে ১১ রানে খেলছেন জাকির হাসান।

বাংলাদেশকে জয়ের জন্য করতে হবে পাঁচ শতাধিক রান। যা এর আগে পাড়ি দিতে পারেনি কখনো কোনো দল। বাংলাদেশের জন্য তা স্বপ্নসম বটে। কেননা শেষ পাঁচ ইনিংসে দুই শ’ রানেই পৌঁছাতে পারেনি বাংলাদেশ। শেষ ইনিংসেও আত্মসমর্পণ করেছে ১৭৮ রানে।

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনেই ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ৪০ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেছেন ধনঞ্জয়া ডি সিলভা। প্রথম ইনিংস থেকে ৩৫৩ রানের লিড থাকায় লক্ষ্য দাঁড়ায় ৫১১ রান।


আরো সংবাদ



premium cement