আর মুখ না দেখানোর ঘোষণা সাকিবের
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ অক্টোবর ২০২৩, ১৯:২৪

বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানের বিষয়ে সৃষ্ট নিত্যনতুন নানা ইস্যু যেন শেষ হয়-ই না। একটা শেষ হলেই সামনে এসে হাজির আরেকটি নতুন ইস্যু। এবার সেই তালিকায় যুক্ত হলো তার আর মুখ না দেখানোর ঘোষণা।
বুধবার সন্ধ্যায় সাকিব তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘এই মুখ আর দেখাবো না।’
তার এই ঘোষণার মাত্র ১১ মিনিট পরই দেখা যায়- পোস্টটি রীতিমতো ভাইরাল। এত অল্প সময়ের মধ্যে এটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন ৯১ হাজারের বেশি মানুষ। আর অন্তত ২০ হাজার ফেসবুক ব্যবহারকারী তাতে মন্তব্য করেছেন। পোস্টটি শেয়ার হয়েছে প্রায় তিন হাজারবার।
কিন্তু ‘এই মুখ আর দেখাবো না’- এই ব্ক্তব্য দ্বারা সাকিব আসলে কী বোঝাতে চেয়েছেন, তা অবশ্য জানাননি তিনি। ধারণা করা হচ্ছে- খুব শিগগির-ই বিষয়টি স্পষ্ট করবেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
এর আগেও এরকম একটি পোস্ট করে নেট দুনিয়ায় কার্যত ‘আগুন’ ধরিয়ে দেন টাইগার অলরাউন্ডার। ওই পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমি আর খেলবো না। খেলবে কে জানাচ্ছি...।’
পরে অবশ্য সাকিব এই পোস্টের রহস্য উন্মোচন করেন। তিনি একটি কোম্পানির বিজ্ঞাপনের স্বার্থে কথাটি বলেছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা