০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

বিশ্বকাপের সর্বোচ্চ রান ও উইকেট যাদের


রাত পোহালেই পর্দা উঠবে ভারত বিশ্বকাপের। বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় এই মহাযজ্ঞ। ১০ দলের দেড় শতাধিক ক্রিকেটার খেলবে একই লক্ষ্যে, একটাই উদ্দেশ্যে। সবাই চায় বিশ্বকাপ শিরোপায় চুমু আঁকতে। আছে ব্যক্তিগত লক্ষ্যও, সবার মনেই ভালো করার প্রত্যয়। এখানে ভালো করলে যে গোটা বিশ্বে পরিচিত হওয়া যায়।

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা বাংলাদেশের তরুণ ব্যাটার তানজিদ তামিমের লক্ষ্য সেরা রান সংগ্রাহকদের তালিকায় থাকা। তেমনি সুপ্ত বাসনা আছে সবার মনেই। কেউ মাঠে নামবে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে, কেউ সেরা বোলার। চলুন তবে দেখে আসি বিশ্বকাপ ইতিহাসেই ব্যাটে-বলে সেরা কারা।

ব্যাট হাতে একক দাপট ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকারের। শচীন তার ২৩ বছরের ক্যারিয়ারে বিশ্বকাপ খেলেছেন পাঁচটি। যেখানে মোট ৪৪টি ইনিংসে তার সংগ্রহ ৫৬ দশমিক ৯৫ গড়ে দুই হাজার ২৭৮ রান। একমাত্র ক্রিকেটার, যার বিশ্বকাপে রান সংখ্যা দুই হাজারের ওপরে।

অস্ট্রেলিয়াকে দু'বার বিশ্বকাপ জেতানো অধিনায়ক রিকি পন্টিং আছেন দু'য়ে। ৪২ ইনিংসে ৪৫ দশমিক ৮৭ গড়ে করেছেন এক হাজার ৭৪৩ রান। আধুনিক ক্রিকেটের রূপকার কুমার সাঙ্গাকারা আছেন তিনে, ৩৫ ইনিংসে তার রান সংখ্যা এক হাজার ৫৩২।

চারে থাকা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ব্রায়ান লারার সংগ্রহ ৩৩ ইনিংসে এক হাজার ২২৫ রান। আর নান্দনিক ব্যাটিংয়ে নজর কাড়া এবিডি ভিলিয়ার্স আছেন তালিকায় পাঁচে, ২২ ইনিংসে করেছেন এক হাজার ২০৭ রান।

বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ উইকেট অস্ট্রেলিয়ার কিংবদন্তি বোলার গ্ল্যান ম্যাকগ্রার। ৩৯ ইনিংসে ৭১ উইকেট তার দখলে। দলকে জিতিয়েছেন একাধিকবার বিশ্বকাপ শিরোপাও। দু'য়ে আছেন শ্রীলঙ্কান কিংবদন্তী স্পিনার মুত্তিয়া মুরালিধরন। ৩৯ ইনিংসে ৬৮ উইকেট তার।

মুরালিধরনের স্বদেশী লাসিথ মালিঙ্গা আছেন তিনে। ২৯ ইনিংসে ৫৬ উইকেট তার। ৫৫ উইকেট নিয়ে চারে আছেন পাকিস্তানি বোলার ওয়াসিম আকরাম। পাঁচে আছেন তালিকার একমাত্র এক্টিভ খেলোয়াড় মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ান এই পেসারের উইকেট সংখ্যা ১৮ ইনিংসে ৪৯।

অবশ্য এবারের বিশ্বকাপে অংশ নেয়া সব ক্রিকেটারের মাঝে সর্বোচ্চ রান সাকিব আল হাসানের, এক হাজার ১৪৬ রান নিয়ে এবারের বিশ্বকাপ শুরু করবেন বাংলাদেশ অধিনায়ক। যেখানে এক হাজার ৩০ রান নিয়ে তার পেছনে বিরাট কোহলি।

বল হাতেও সেরাদের তালিকায় সাকিব। যেখানে অংশ নেয়া ক্রিকেটারদের মাঝে তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী তিনি। উইকেট সংখ্যা ৩৪। সাকিবের আগে স্টার্ক ছাড়া ৩৯ উইকেট আছে ট্রেন্ট বোল্টের।


আরো সংবাদ



premium cement
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ভারতের চেন্নাইয়ে ভারী বৃষ্টিপাত বৈদেশিক মুদ্রা আমানতের ওপর ব্যাংকগুলো ৭ শতাংশ সুদ দেবে : বাংলাদেশ ব্যাংক আড়াইহাজারে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা বদলি হতে পারেন ২৫০ ইউএনও, ৩২০ ওসি দিন দিন বদলে যাচ্ছে তাজমহলের শ্বেতশুভ্র রঙ কিন্তু কেন? ডেঙ্গুসহ ভাইরাসজনিত রোগ বৃদ্ধির জন্য জলবায়ু পরিবর্তন দায়ী : স্বাস্থ্যমন্ত্রী ফিলিস্তিনে হত্যাযজ্ঞের নীরব দর্শকরা মানবাধিকার নিয়ে কথা বলার নৈতিক অধিকার হারিয়েছে : তথ্যমন্ত্রী বিএনপি নেতা রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ৩ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের বঙ্গোপসাগরে ট্রলারসহ ৪ জেলেকে অপহরণ কুমারখালীতে বিষাক্ত অ্যালকোহল পানে ২ জনের মৃত্যু!

সকল