বাংলাদেশ দল ধর্মশালায়, সাকিব আহমেদাবাদে
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ অক্টোবর ২০২৩, ০০:০৪

যত সময় যাচ্ছে, বিশ্বকাপ ততোই কাছে ভিড়ছে। দলগুলোও নিজেদের বেধে নিচ্ছে নিজেদের রোমাঞ্চকর এক আবহে৷
মঙ্গলবার (৩ অক্টোবর) শেষ হয়েছে প্রস্তুতি পর্বও। মূল পর্বে খেলতে ইতোমধ্যে গোয়াহাটি ছেড়েছে বাংলাদেশ দলও, পা রেখেছে ধর্মশালায়।
বাংলাদেশ দলের প্রস্তুতি পর্ব শেষ হয়েছে সোমবার। পরদিনই হিমাচল প্রদেশের ধর্মশালায় পৌঁছেছে বাংলাদেশ দল। এখানেই বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ খেলবে টাইগাররা। আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে যার শুরু। খেলবে পরাক্রমশালী ইংল্যান্ডের বিপক্ষেও।
মঙ্গলবার বিকেলে চার্টার্ড ফ্লাইটে করে গুয়াহাটি থেকে আড়াইহাজার কিলোমিটার দূরের হিমাচল প্রদেশের ধর্মশালায় পৌঁছায় টাইগাররা। তবে দলের সাথে ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান। তবে ভয়ের কোনো কারণ নেই, সংযত কারণেই দলের সাথে নেই অধিনায়ক।
দল যখন ধর্মশালার পথে, তখন সাকিব আল হাসান উড়াল দেন আহমেদাবাদে৷ বিজ্ঞাপনের কাজে নয়, বরং আইসিসি নির্ধারিত একটি আয়োজনে অংশ নিতেই দলছুট হন সাকিব। মূলত, প্রতি আসরের আগে 'ক্যাপ্টেন্স মিট' নামে একটি অনুষ্ঠান আয়োজন করে আইসিসি। যেখানে অংশ নিবেন সাকিব।
ভারতের আহমেদাবাদে গড়াবে সেই অনুষ্ঠান। বিশ্বকাপের আগের দিন অর্থাৎ ৪ অক্টোবর হওয়ার কথা রয়েছে অনুষ্ঠানটি। সেখানে উপস্থিত থাকবেন অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়করা। সবার ভিড়ে লাল-সবুজের প্রতিনিধিত্ব করবেন সাকিব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা