০৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

প্রথম বিশ্বকাপে তাক লাগাতে চান তানজিদ তামিম

প্রথম বিশ্বকাপে তাক লাগাতে চান তানজিদ তামিম - ছবি : সংগৃহীত

প্রথম বিশ্বকাপ খেলতে নেমেই তানজিদ হাসান তামিম বাংলাদেশকে এনে দিয়েছিলেন অনূর্ধ্ব-১৯ শিরোপা। এবার খেলছেন আরো একটা বিশ্বকাপে। তবে এবার আর বয়স ভিত্তিক কোনো প্রতিযোগিতা নয়, এবার লড়ছেন বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসরে।

জুনিয়র তামিমের চ্যালেঞ্জটা অবশ্য একটু বেশিই। কেননা তামিম জায়গাটা পেয়েছেন এমন একজনের থেকে, যিনি কি-না দেশের ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক। কাকতালীয় হলেও তার নামটাও তামিম, তামিম ইকবাল।

তানজিদ তামিম ঘরোয়া ক্রিকেটেও নিজেকে প্রমাণ করেছেন। নজরে ছিলেন ইমার্জিং এশিয়া কাপেও। যদিও জাতীয় দলের জার্সি গায়ে ইনিংস খেলেও এখনো বিশেষ কিছু করতে পারেননি। যেখানে রান তার মোটে ৩৪। এমন অবস্থাতেই বিশ্বকাপ যাত্রা, তাই নিজেকে মেলে ধরার চ্যালেঞ্জটাও আছে জুনিয়র তামিমের।

তবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ দুটিতে দারুণ ব্যাট করে ইতিবাচক বার্তা দিয়ে রেখেছেন তানজিদ তামিম। শ্রীলঙ্কার বিপক্ষে করেছেন ৮৪ এবং ইংল্যান্ডের বিপক্ষে করেছেন ৪৫ রান। ফলে বেড়ে গেছে প্রত্যাশার পারদ। মূল পর্বে তাই তার দিকেও চোখ থাকবে ক্রিকেটপ্রেমীদের।

অবশ্য চ্যালেঞ্জটা জিততে চান এই তরুণ, স্বপ্নও দেখে রেখেছেন আকাশসম। তিনি বলেন, বিশ্বকাপে চমকে দিতে চান, হতে চান সেরা পারফর্মারদের একজন।

তামিম বলেন, ‘চেষ্টা করব সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় থাকতে।’

সোমবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সাথে এমন স্বপ্নের কথা বলেছেন তানজিদ তামিম। যেখানে তার পাথেয় প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, যেটুকু হয়েছে, এখান থেকে যে আত্মবিশ্বাসটা পেয়েছি তা আশা করি আমাদের পরের ম্যাচগুলোতে কাজে লাগবে।’

দল থেকেও পেয়েছেন নির্ভয় ও নির্ভরতা। পেয়েছেন নিজের মতো খেলার সুযোগ। তামিম বলেন, ‘সবাই আমাকে অনেক ফ্রিডম দিয়েছে, এত দিন আমি যেভাবে খেলেছি সেভাবে খেলার। আমি যুব বিশ্বকাপ খেলেছি, এখন সিনিয়র বিশ্বকাপ। চেষ্টা করব। সবাই বলেছে, ইতিবাচক খেলতে।’

আন্তর্জাতিক ক্রিকেটে যে প্রত্যাশা মতো শুরু করতে পারেননি, তা জানা আছে তামিমেরও। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘যদিও আমি ভালো করতে পারিনি। আমি মনে করি, আমার ইনিংসের শুরুটা ভালো হলেও টেনে নিতে পারিনি। এখন চেষ্টা করেছি শুরুটা ভালো হলে যেন টেনে নিতে পারি।’


আরো সংবাদ



premium cement
কওমি ছাত্ররা বিসিএস করে যেকোনো জায়গায় যেতে পারবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পীরগাছায় শতাধিক শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলেন দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবন্ধন পাচ্ছে আরো ২৯ দেশী পর্যবেক্ষক সংস্থা গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে প্রায় ১৬০০০ রাজধানীতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে সাইকেল র‍্যালি ব্রাহ্মণবাড়িয়ায় বাথরুম থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার ইসরাইলের হামলায় হিজবুল্লাহ যোদ্ধা নিহত জোটের প্রার্থী চূড়ান্ত করতে ১৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে নোয়াখালীতে ৭ জুয়াড়ি গ্রেফতার গাজায় ইসরাইলি সৈন্যদের মধ্যে ছড়িয়ে পড়ছে ডায়রিয়াসহ নানা রোগ বিরোধীদলের নেতৃবৃন্দকে নির্বাচনে অযোগ্য ঘোষণার বিষয়ে যা বললেন আমিরে জামায়াত

সকল