বন্ধ হচ্ছে ওয়ানডে সিরিজ, থাকবে শুধু বিশ্বকাপ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ অক্টোবর ২০২৩, ২১:৪৯

আবারো ওয়ানডে ক্রিকেটের জন্য হুমকি হয়ে উঠেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। এর আগে সংস্থাটি ওয়ানডে ক্রিকেটের পরিমাণ কমিয়ে আনার মতামত দিলেও, এবার শুধু বিশ্বকাপেই ওয়ানডে ম্যাচ সীমাবদ্ধ রাখতে চায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট আইন প্রনয়ণকারী সংস্থাটি।
টেস্ট ও টি-টোয়েন্টিতে হলেও প্রসঙ্গ যদি হয় ওয়ানডে, তবে বাংলাদেশকে সেরার লাইনে রাখতেই হবে। এই একটা ফরমেটেরই সাচ্ছন্দ্যে, দাপটের সাথে খেলে টাইগাররা। বিশেষ করে দ্বি-পক্ষীয় সিরিজগুলোতে। তবে কেমন হবে, যদি বন্ধ করে দেয়া হয় ওয়ানডের দ্বি-পক্ষীয় সিরিজ?
ওয়ানডে ক্রিকেট নিয়ে বিভিন্ন মতামত অনেক আগে থেকেই শোনা যায় ক্রিকেট পাড়ায়। কেউ ওয়ানডে ক্রিকেট উঠিয়ে দিতে বলে, কেউ আবার ৪০ ওভারে নামিয়ে আনতে মতামত দেয়। বিষয়টা এখন আর ব্যক্তিগত মতামতে আটকে নেই, অনেক আগেই গড়িয়েছে এমসিসি পর্যন্ত।
প্রথমে আইসিসির কাছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থাটি ২০২৭ সালের পর ছেলেদের ক্রিকেটে ওয়ানডের সংখ্যা কমিয়ে আনার প্রস্তাব দিলেও এবার তারা ওয়ানডেকে আটকে দিতে চাচ্ছে শুধু বিশ্বকাপে। এমসিসির নতুন সভাপতি মার্ক নিকোলাস এমন বার্তা দিয়েছেন।
সম্প্রতি ইএসপিএন ক্রিকইনফোর এক সাক্ষাৎকারে নিকোলস বলেন, ‘আমরা জোরালোভাবে বিশ্বাস করি যে ওয়ানডে শুধু বিশ্বকাপেই খেলা উচিত। এই সংস্করণের সার্থকতার জন্য দ্বি-পক্ষীয় সিরিজগুলো কঠিন হয়ে উঠছে। অনেক দেশেই গ্যালারি ভরছে না। আর এখন টি-টোয়েন্টির ক্ষমতাও অতিপ্রাকৃত।’
সাবেক এই ইংলিশ ক্রিকেটার আরো বলেন, ‘বিষয়টি শুধু টিকিট বিক্রির মধ্যে সীমাবদ্ধ না। এখন অনেকেই ফ্র্যাঞ্চাইজি কিনতে চায়। প্রচুর দেশ টুর্নামেন্ট আয়োজন করতে চায়। প্রচুর খেলোয়াড় বৈশ্বিকভাবে আলোচনায় থাকতে চায়। এই মুক্তবাজারে যার টাকা বেশি, সেই জিতবে।’
ওয়ানডে সিরিজ ক্রিকেটকে মৃত্যুর দিকে ঠেলে দিবে দাবি করে নিকোলস বলেন, ‘পার্থক্যটা এখানেই। খেলোয়াড়েরাও এই বাজারের অংশ হতে চায়। এটাই টি-টোয়েন্টির অসাধারণ ক্ষমতা। আর এর পাশাপাশি ৫০ ওভারের সংস্করণও চালিয়ে গেলে সেটি ওয়ানডে ক্রিকেটকে মৃত্যুর দিকেই ঠেলে দেবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা