০৪ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

বিশ্বকাপে নজর কাড়তে পারেন এই ৫ তরুণ

তাওহীদ হৃদয়, বাংলাদেশ - ফাইল ছবি।

আগামী বৃহস্পতিবার ভারতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। যেখানে নজর কাড়তে পারেন নতুন প্রজন্মের পাঁচ ক্রিকেটার। যাদের তালিকা করেছে বার্তা সংস্থা এএফপি।

নূর আহমেদ, আফগানিস্তান।
মাত্র ১৪ বছর বয়সে অনুর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন বৈচিত্র্যময় স্কিল আর ভিন্নরকম অ্যাকশনে স্পিন বল করা নূর আহমেদ।

এরপর গতবছর মাত্র ১৭ বছর বয়সে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ানডে খেলেন তিনি। আইপিএল-এ গুজরাটের হয়ে আলো ছড়িয়েছেন। তার সম্পর্কে তার আইডল রশিদ খান বলেন, ‘বাচ্চা ছেলেটা শুধু শিখতে চায়। আফগান ক্রিকেটের জন্য এটা বড় খবর।’

পাথিরানা, শ্রীলঙ্কা।
লাসিথ মালিঙ্গার অবসরের পর তার মতো একজন বোলার খুঁজছিল শ্রীলঙ্কা। ২০ বছর বয়সী পাথিরানার মধ্যে সম্ভবত তেমন একজনকে পেয়ে গেছে লঙ্কানরা৷ সদ্য সমাপ্ত এশিয়া কাপে বাংলাদেশকে ভালোই ভুগিয়েছেন এই তরুণ৷

‘বেবি মালিঙ্গা’ সম্পর্কে শ্রীলঙ্কার কোচ বলেন, ‘সে খুব দ্রুত তথ্য গ্রহণ করে ম্যাচে সেটা প্রয়োগ করতে পারো। সে তার মতো করে করে।’

গুস অ্যাটকিনসন, ইংল্যান্ড।
এখনো পুরো সেরে না ওঠায় জফরা আর্চারের জায়গায় ২৫ বছর বয়সী পেসার অ্যাটকিনসনকে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে নেয়া হয়েছে। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে মাত্র একটি উইকেট পেলেও ঘণ্টায় প্রায় ৯৫ মাইল গতিতে বল করতে পারেন বলে অ্যাটকিনসনকে নিয়ে ইংলিশদের মধ্যে উত্তেজনা দেখা যাচ্ছে।

তেজা নিদামানুরু, নেদারল্যান্ডস।
অলরাউন্ডার নিদামানুরুর জন্ম ভারতে। বেড়ে উঠেছেন নিউজিল্যান্ডে। তবে ক্রিকেট খেলার দেশ হিসেবে বেছে নিয়েছেন নেদারল্যান্ডসকে। গত জুনে বিশ্বকাপের বাছাইপর্বের এক ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫০ ওভারে ৩৭৪ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই রান তাড়া করে ডাচরাও ৩৭৪ রান তোলো। পরে সুপার ওভারে হেরে প্রথমবারের মতো বিশ্বকাপ থেকে বাদ পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ওই ম্যাচে ৭৬ বলে ১১১ রান করে নজর কেড়েছিলেন নিদামানুরু।

তাওহীদ হৃদয়, বাংলাদেশ।
মার্চে ইংল্যান্ডের সাথে টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার জাতীয় দলে সুযোগ পান হৃদয়। এরপরই আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে তাকে নেয়া হয়। এখন পর্যন্ত ১৭টি ওডিআই খেলে পাঁচটি অর্ধশতকের দেখা পেয়েছেন। বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস তার সম্পর্কে বলেন, ‘তার অনেক সম্ভাবনা ও শেখার ইচ্ছা আছে।’ সূত্র : ডয়চে ভেলে

 


আরো সংবাদ



premium cement
ইসির নির্দেশনা অনুযায়ী ‘শিগগিরই’ ওসিদের বদলি শুরু করবে ডিএমপি রিজভীর নেতৃত্বে উত্তরায় মহিলা দলের মিছিল উত্তর-পশ্চিমে অগ্রসর হয়েছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ৪৭ সবার আগে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে গাজায় হামলা চালাতে ইসরাইলকে ভয়াবহ সব অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র সরকার রাজনৈতিক ভিক্ষুকদের মাধ্যমে চরদখলের আয়োজন করেছে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের রণতরী এবং বাণিজ্য জাহাজের ওপর হামলা ভারতে বিজেপি বনাম কংগ্রেস : কার নিয়ন্ত্রণে কত রাজ্য দল জিতলেও ঘরের মাঠেই হেরে গেলেন আজহারউদ্দিন চীনের সাথে তাইওয়ানের একীভূত করার চেষ্টা জোরালো করেছেন প্রেসিডেন্ট শি

সকল