শ্রীলঙ্কাকে ২৬৩ রানেই আটকে দিয়েছে বাংলাদেশ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫৪, আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪৪

শ্রীলঙ্কাকে মধ্যমানের সংগ্রহেই আটকে দিয়েছে বাংলাদেশ। ভালো শুরুর পরও টাইগার বোলারদের দুর্দান্ত প্রত্যাবর্তনে ইনিংসটা বেশি দূর টানতে পারেনি লঙ্কানরা। ৪৯.১ ওভারে ৯ উইকেট হারিয়ে দাসুন শানাকাদের সংগ্রহ ২৬৩ রান।
নিছকই প্রস্তুতি ম্যাচ হলেও প্রতিদ্বন্দ্বিতা ছিল চোখে পড়ার মতো। যেখানে শুরুতে শ্রীলঙ্কা এগিয়ে গেলেও এরপর আধিপত্য বিস্তার করে টাইগার বোলাররাই। শেখ মেহেদীর স্পিন ভেল্কিতে ম্যাচের নিয়ন্ত্রণ পায় বাংলাদেশ। এবার ব্যাটাররা কিছু করতে পারলেই, বিজয়ী আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপের মূল পর্বে পা রাখবে সাকিব বাহিনী।
বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় শ্রীলঙ্কা। ১৪ ওভারে বিনা উইকেটেই তুলে ফেলে ১০৩ রান। যদিও মাঝে ৩৪ রান করে রিটায়ার্ট হার্ড হয়ে ফেরেন কুশল পেরেরা।
বাংলাদেশ দল প্রথম উইকেট তুলে নেয় ১৫তম ওভারে। কুশাল মেন্ডিসকে (২২) ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেটের স্বাদ এনে দিয়েছেন নাসুম আহমেদ। নতুন ব্যাটার সাদিরা সামারাবিক্রমাকে উইকেটে থিতু হতে দেননি শেখ মেহেদী (২)। এর মাঝেই ৫২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন পাথুম নিশাঙ্কা।
এই লঙ্কান ব্যাটারকেও সাজঘরে ফিরিয়েছেন মেহেদী। ২০তম ওভারে ৬৪ বলে ৬৮ করে ফেরেন নিশাঙ্কা। এরপর ফিরিয়েছেন চারিথা আসালাঙ্কাকেও (২২)।
দিনের প্রথম পেসার হিসেবে ৩৩.৫ ওভারে এসে প্রথম উইকেট তুলে নেন শরিফুল ইসলাম। ফেরান লঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে। ১৭৭ রানে ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে এরপর একপ্রান্ত আগলে রেখে শ্রীলঙ্কার রান বাড়িয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা। ৪৬তম ওভারে এসে আউট হন ৭৯ বলে ৫৫ রান করে।
শেষ চার ব্যাটারের সবাই ছুঁয়েছেন দুই অংকের ঘর। যার ফলে লঙ্কানদের ইনিংস আড়াই শ’ পাড়ি দেয়। ৪৯.১ ওভারে তানজিম সাকিব হেমান্থাকে আউট করলে শেষ হয় ইনিংস। শেখ মেহেদী ৩টি ও একটি করে উইকেট নেন মিরাজ, নাসুম, শরিফুল ও তানজিম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা