১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজ ভারতের


ইন্দোরে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে খুনে রূপে দেখা গেল ভারতকে। ব্যাট হাতে বড় সংগ্রহের পর বোলারদের দাপুটে পারফরম্যান্স। তাতে এক প্রকার উড়েই গেল অস্ট্রেলিয়া।

রোববার (২৪ সেপ্টেম্বর) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়াকে ৯৯ রানে হারিয়েছে ভারত। প্রথম ম্যাচ ভারত জিতেছিল ৫ উইকেটে। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করল লোকেশ রাহুল শিবির।

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুবমান গিল ও শ্রেয়াস আয়ারের সেঞ্চুরিতে ৩৯৯ রানের বিশাল স্কোর গড়ে ভারত। জবাবে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে ৯ ওভারে ২ উইকেটে ৫৬ রান করার পর শুরু হয় বৃষ্টি। বৃষ্টি থামলে নতুন লক্ষ্য নির্ধারণ হয় দলটির। অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ৩৩ ওভারে ৩১৭ রান। সে লক্ষ্যে খেলতে নেমে ২৮.২ ওভারে ২১৭ রানে গুটিয়ে যায় অজি শিবির।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন শট অ্যাবোট। ওপেনার ডেভিড ওয়ার্নার করেন ৫৩ রান। হ্যাজলউড ২৩, গ্রিন ১৯, ক্যারি করেন ১৪ রান। বল হাতে ভারতের হয়ে অশ্বিন ও জাদেজা তিনটি করে উইকেট নেন। প্রসিদ্ধ দুটি ও শামি নেন একটি উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার ঋতুরাজ গাইকার্ড ৮ রানে বিদায় নিলেও ভারতকে দাপটের সাথে এগিয়ে নেন শ্রেয়াস আয়ার ও শুবমান গিল। এই জুটিতে আসে ২০০ রান। শ্রেয়াস আয়ার তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। সেখানে শুবমানের সেঞ্চুরি নম্বর ৬।

৯০ বলে ১১টি চার ও তিন ছক্কায় ১০৫ রানের ইনিংস খেলে অ্যাবোটের বলে ফেরেন আয়ার। সেখানে ৯৭ বলে ছয়টি চার ও চার ছক্কায় ১০৪ রান করেন গিল। দুজনের বিদায়ের পর বাকিরা খেলেছেন টি-টোয়েন্টি স্টাইলে।

৩৮ বলে সমান তিনটি করে চার-ছক্কায় ৫২ রান করে গ্রিনের বলে ফেরেন অধিনায়ক লোকেশ রাহুল। সবচেয়ে বিধ্বংসী ইনিংস খেলেছেন সূর্যকুমার যাদব। ৩৭ বলে তিনি অপরাজিত ৭২। সমান ছয়টি করে চার ও ছক্কা হাঁকিয়েছেন তিনি।

১৮ বলে ৩১ রান করেন ইশান কিষান। ৯ বলে ১৩ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে ক্যামেরন গ্রিন দুটি, জশ হ্যাজলউড, শন অ্যাবোট, অ্যাডাম জাম্পা একটি করে উইকেট নেন।


আরো সংবাদ



premium cement