বিপিএলে উপেক্ষিত মুমিনুল, মুনিম, সাব্বির
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৮

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ড্রাফটে নাম লিখিয়েছিলেন সাড়ে ছয় শতাধিক ক্রিকেটার। এর মধ্যে ড্রাফট থেকে সাত দল মিলে ভিড়িয়েছে মোটে ৬৬ জনকে। বিশাল একটা অংশকেই নিরাশ হতে হয়েছে। বিশেষ করে দেশের ক্রিকেটের অনেক পরিচিত মুখ থেকে গেছে উপেক্ষিত।
নিজের শেষ বিপিএল ভেবেই হয়তো ড্রাফটে নাম দিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। তবে দুর্ভাগ্য ছেড়ে যায়নি তাকে, গত আসরের মতো এবারো থাকলেন উপেক্ষিত। সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, মুমিনুল হককেও কেউ টানেনি দলে।
দল পাননি অলক কপালির মতো পরীক্ষিত পারফর্মাররাও। মেহেদী হাসান রানা, আবু জায়েদ রাহি, মুক্তার আলীরও মেলেনি দল। উপেক্ষিত থেকেছেন সাদমান ইসলাম, শফিউল ইসলাম, শামসুর রহমান, সোহাগ গাজি, সানজামুল ইসলাম, ফরহাদ রেজাও।
বিপিএলের সেঞ্চুরিয়ান আনিসুল ইসলাম ইমনেরও দল মেলেনি। ঢাকা প্রিমিয়ার লিগের পারফর্মার অমিত হাসান, তৌফিক খান তুষার, টিপু সুলতান, রবিউল হক, আরিফ আহমেদেরও দল মেলেনি। সুমন খানও থেকেছেন উপেক্ষিত।
যদিও এখনো সুযোগ আছে তাদের দলে ভেড়ানোর। কোনো ফ্রাঞ্চাইজি চাইলেই ভিত্তিমূল্য অনুযায়ী দলে টানতে পারে তাদের। অপেক্ষা ছাড়া আর কিছুই করার নেই এখন মুমিনুল, মুনিমদের।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা