১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট শুরু

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট শুরু - সংগৃহীত

দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাট প্রতিযোগিতা ফ্রাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ ‘বিপিএলে’র প্লেয়ার্স ড্রাফট শুরু হয়েছে। রোববার বেলা সাড়ে ১২টার দিকে এ ড্রাফট শুরু হয়।

জানা গেছে, সাতটি দল অংশ নিচ্ছে এবারের আসরে। চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছাড়া বাকি দলগুলো হলো রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট স্ট্রাইকার্স ও দূর্দান্ত ঢাকা।

দেশী-বিদেশী মিলিয়ে সাড়ে ছয় শতাধিক ক্রিকেটার উঠবেন বিপিএলের ড্রাফটে। যেখানে দেশী ক্রিকেটার আছেন ২০৩ জন, বিদেশী সংখ্যা ৪৪৮ জন। যেখান থেকে দল পাবেন শতাধিক ভাগ্যবান ক্রিকেটার। ড্রাফট শুরু বাংলাদেশ সময় বেলা ১১:৩০ মিনিটে।

ড্রাফটে আছে বাংলাদেশ বাদে ৩১টি দেশের ক্রিকেটার। সর্বোচ্চ ৯৫জন ক্রিকেটার নাম লিখিয়েছেন যুক্তরাজ্য থেকে৷ আর টেস্ট খেলুড়ে দেশগুলোর মাঝে সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটার পাকিস্তানের। শ্রীলঙ্কার আছেন ৫৩ জন।

তাছাড়া আফগানিস্তানের ২৩ জন, দক্ষিণ আফ্রিকার ১৩জন ও ২৭ জন আছেন ওয়েস্ট ইন্ডিজ থেকে। অস্ট্রেলিয়া থেকে ৫ জন, জিম্বাবুয়ে আর আয়ারল্যান্ড থেকে সমান ৯ জন আছেন ড্রাফটে। ভারত থেকে আছে তিন ক্রিকেটারের নাম।

তাছাড়া বারমুডা, পর্তুগাল, বেলজিয়াম, কানাডা আর সিঙ্গাপুর থেকেও নাম লিখিয়েছেন অনেক ক্রিকেটার।


আরো সংবাদ



premium cement
স্বতন্ত্র প্রার্থীরা ‘এক শতাংশ ভোটারের সমর্থন’ নিয়ে বিপাকে ২ পুলিশ কমিশনারসহ ৫ এসপি প্রত্যাহার পেঁয়াজের বাজারে অভিযান : ৮০ প্রতিষ্ঠানকে জরিমানা ফেনীতে ম্যাজিস্ট্রেট দেখে ১০০ টাকায় পেঁয়াজ বিক্রি আসন ভাগাভাগি নিয়ে বৈঠকে ১৪ দলের নেতারা গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ১৮ হাজার যতক্ষণ পর্যন্ত নেতাকর্মীদের মুক্তি না দেয়া হবে আন্দোলন চালিয়ে যাব : আরিফুল হক টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান মানবাধিকার লঙ্ঘনকারীরাই মানবাধিকারের কথা বলে, প্রেসক্রিপশন দেয় : তথ্যমন্ত্রী ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নেমে আসবে : অর্থসচিব কাতারে ‘দোহা ফোরাম-২০২৩’-এ যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

সকল