০৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

তানজিম সাকিবের ফেসবুক স্ট্যাটাস নিয়ে ভাবছে বিসিবি

তানজিম হাসান সাকিব। - ছবি : সংগৃহীত

স্বপ্নের মতো অভিষেক, ভারতের বিপক্ষে একযুগ পর পাওয়া জয়ের অন্যতম নায়ক; আলোচনায় থাকাটাই তাই স্বাভাবিক তানজিম হাসান সাকিবের। তবে সাকিব আলোচনায় আছেন অন্য এক কারণে, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নারী’ নিয়ে তার কিছু স্ট্যাটাস হঠাৎ আলোচনার জন্ম দিয়েছে।

তানজিম সাকিবের ফেসবুকে প্রায় একবছর আগে দেয়া এক স্ট্যাটাসের পরিপেক্ষিতেই মূলত আলোচনার শুরু। যেখানে সাকিব নারীদের বাইরে কাজ করার থেকে ঘরে থাকতে পরামর্শ দেন। তার এই মন্তব্যের পক্ষে-বিপক্ষে মত দিচ্ছেন সবাই। যা গড়িয়েছে বিসিবি পর্যন্ত।

তবে এখনো বিষয়টি নিয়ে তেমন করে ভাবছে না বিসিবি। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘আমরা এই বিষয়টা নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না। আমরা ওর সাথে কথা বলছি। কথা বলে নিই, তারপর জানাব। ওর একটা ভুল হয়েছে, আমরা সেই বিষয়টা ওর কাছ থেকেই জানতে চাচ্ছি।’

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে নিজ ফেসবুক পেজে লিখেন, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়।’

‘অতএব মা-বোনেরা নিজের আত্মমর্যাদা রক্ষার্থে স্বামীর আনুগত্য ও বাসায় রানীর হালতে অবস্থান করুন। অতএব মা-বোনেরা দুনিয়া কামাতে যেয়ে আখেরাত না হারিয়ে ঘরে অবস্থান করে স্বামী-সন্তানের খেদমত করে দুনিয়া ও আখেরাত দু'টিই কামাই করতে পারবেন ইনশাআল্লাহ।’

গত ১৫ সেপ্টেম্বর জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয় তানজিম সাকিবের। ব্যাট অপরাজিত ১৪ রান করার পাশাপাশি বল হাতে নেন জোড়া উইকেট। যা বাংলাদেশকে ভারত বধের ভিত গড়ে দেয়।


আরো সংবাদ



premium cement
কওমি ছাত্ররা বিসিএস করে যেকোনো জায়গায় যেতে পারবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পীরগাছায় শতাধিক শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলেন দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবন্ধন পাচ্ছে আরো ২৯ দেশী পর্যবেক্ষক সংস্থা গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে প্রায় ১৬০০০ রাজধানীতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে সাইকেল র‍্যালি ব্রাহ্মণবাড়িয়ায় বাথরুম থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার ইসরাইলের হামলায় হিজবুল্লাহ যোদ্ধা নিহত জোটের প্রার্থী চূড়ান্ত করতে ১৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে নোয়াখালীতে ৭ জুয়াড়ি গ্রেফতার গাজায় ইসরাইলি সৈন্যদের মধ্যে ছড়িয়ে পড়ছে ডায়রিয়াসহ নানা রোগ বিরোধীদলের নেতৃবৃন্দকে নির্বাচনে অযোগ্য ঘোষণার বিষয়ে যা বললেন আমিরে জামায়াত

সকল