২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯ আশ্বিন ১৪৩০, ০৮ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

তানজিম সাকিবের ফেসবুক স্ট্যাটাস নিয়ে ভাবছে বিসিবি

তানজিম হাসান সাকিব। - ছবি : সংগৃহীত

স্বপ্নের মতো অভিষেক, ভারতের বিপক্ষে একযুগ পর পাওয়া জয়ের অন্যতম নায়ক; আলোচনায় থাকাটাই তাই স্বাভাবিক তানজিম হাসান সাকিবের। তবে সাকিব আলোচনায় আছেন অন্য এক কারণে, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নারী’ নিয়ে তার কিছু স্ট্যাটাস হঠাৎ আলোচনার জন্ম দিয়েছে।

তানজিম সাকিবের ফেসবুকে প্রায় একবছর আগে দেয়া এক স্ট্যাটাসের পরিপেক্ষিতেই মূলত আলোচনার শুরু। যেখানে সাকিব নারীদের বাইরে কাজ করার থেকে ঘরে থাকতে পরামর্শ দেন। তার এই মন্তব্যের পক্ষে-বিপক্ষে মত দিচ্ছেন সবাই। যা গড়িয়েছে বিসিবি পর্যন্ত।

তবে এখনো বিষয়টি নিয়ে তেমন করে ভাবছে না বিসিবি। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘আমরা এই বিষয়টা নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না। আমরা ওর সাথে কথা বলছি। কথা বলে নিই, তারপর জানাব। ওর একটা ভুল হয়েছে, আমরা সেই বিষয়টা ওর কাছ থেকেই জানতে চাচ্ছি।’

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে নিজ ফেসবুক পেজে লিখেন, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়।’

‘অতএব মা-বোনেরা নিজের আত্মমর্যাদা রক্ষার্থে স্বামীর আনুগত্য ও বাসায় রানীর হালতে অবস্থান করুন। অতএব মা-বোনেরা দুনিয়া কামাতে যেয়ে আখেরাত না হারিয়ে ঘরে অবস্থান করে স্বামী-সন্তানের খেদমত করে দুনিয়া ও আখেরাত দু'টিই কামাই করতে পারবেন ইনশাআল্লাহ।’

গত ১৫ সেপ্টেম্বর জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয় তানজিম সাকিবের। ব্যাট অপরাজিত ১৪ রান করার পাশাপাশি বল হাতে নেন জোড়া উইকেট। যা বাংলাদেশকে ভারত বধের ভিত গড়ে দেয়।


আরো সংবাদ



premium cement
খাবার পানি আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাজপথে আইনজীবীদের পদযাত্রা আ’লীগের প্রার্থী সিদ্দিকুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নারায়ণগঞ্জে ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ২ সদস্য গ্রেফতার জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থায়নে বিশ্ব নেতাদের প্রতি স্থানীয় সরকার মন্ত্রীর আহ্বান সৌদি ক্রাউন প্রিন্সের ছবি এঁকে ওমরাহর টিকিট পেলেন পাকিস্তানি শিল্পী বেনিনে পেট্রোল গুদামে অগ্নিকাণ্ডে নিহত ৩৫ চিরিরবন্দরে বজ্রপাতে মৃত্যু ১ নোয়াখালীতে ওয়ানশুটার গানসহ ২ যুবক গ্রেফতার ৬ থেকে ৭ মুসলিম রাষ্ট্র ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে : ইসরাইল পররাষ্ট্রমন্ত্রী ভিসা নীতিতে কাকে নিষিদ্ধ করেছে জানি না : স্বরাষ্ট্রমন্ত্রী

সকল