১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১, ৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

তানজিম সাকিবের ফেসবুক স্ট্যাটাস নিয়ে ভাবছে বিসিবি

তানজিম হাসান সাকিব। - ছবি : সংগৃহীত

স্বপ্নের মতো অভিষেক, ভারতের বিপক্ষে একযুগ পর পাওয়া জয়ের অন্যতম নায়ক; আলোচনায় থাকাটাই তাই স্বাভাবিক তানজিম হাসান সাকিবের। তবে সাকিব আলোচনায় আছেন অন্য এক কারণে, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নারী’ নিয়ে তার কিছু স্ট্যাটাস হঠাৎ আলোচনার জন্ম দিয়েছে।

তানজিম সাকিবের ফেসবুকে প্রায় একবছর আগে দেয়া এক স্ট্যাটাসের পরিপেক্ষিতেই মূলত আলোচনার শুরু। যেখানে সাকিব নারীদের বাইরে কাজ করার থেকে ঘরে থাকতে পরামর্শ দেন। তার এই মন্তব্যের পক্ষে-বিপক্ষে মত দিচ্ছেন সবাই। যা গড়িয়েছে বিসিবি পর্যন্ত।

তবে এখনো বিষয়টি নিয়ে তেমন করে ভাবছে না বিসিবি। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘আমরা এই বিষয়টা নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না। আমরা ওর সাথে কথা বলছি। কথা বলে নিই, তারপর জানাব। ওর একটা ভুল হয়েছে, আমরা সেই বিষয়টা ওর কাছ থেকেই জানতে চাচ্ছি।’

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে নিজ ফেসবুক পেজে লিখেন, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়।’

‘অতএব মা-বোনেরা নিজের আত্মমর্যাদা রক্ষার্থে স্বামীর আনুগত্য ও বাসায় রানীর হালতে অবস্থান করুন। অতএব মা-বোনেরা দুনিয়া কামাতে যেয়ে আখেরাত না হারিয়ে ঘরে অবস্থান করে স্বামী-সন্তানের খেদমত করে দুনিয়া ও আখেরাত দু'টিই কামাই করতে পারবেন ইনশাআল্লাহ।’

গত ১৫ সেপ্টেম্বর জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয় তানজিম সাকিবের। ব্যাট অপরাজিত ১৪ রান করার পাশাপাশি বল হাতে নেন জোড়া উইকেট। যা বাংলাদেশকে ভারত বধের ভিত গড়ে দেয়।


আরো সংবাদ



premium cement
মিজানুর হত্যা মামলায় ইনু, মেনন ও পলককে গ্রেফতার দেখানো হয়েছে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি সাবেক এমপি আফতাবসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা ইসলামিক ফাউন্ডেশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের এডহক কমিটি গঠন ক্ষতিগ্রস্ত সাংবাদিক ও গণমাধ্যমকে ক্ষতিপূরণ দেয়াসহ ৯ দফা দাবি সাংবাদিকদের বাংলাদেশ নিয়ে যা বললেন রাহুল গান্ধী ভালুকায় সাবেক ২ এমপিসহ ৩৯৮ জনের বিরুদ্ধে মামলা মালয়েশিয়ায় যৌন নিপীড়নের শিকার ৪০২ শিশু উদ্ধার, আটক ১৭১ কথা রেখেছেন মিরাজ, পাশে দাঁড়িয়েছেন ‘শহীদ’ পরিবারের কর্ণফুলীতে বৃদ্ধ বাবাকে নৃশংসভাবে খুন, মা ও ২ ছেলে গ্রেফতার ‘যে দলের জন্য আমাকে বিধবা হতে হয়েছে, সেই দলকে এদেশে দেখতে চাই না’

সকল