০৩ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

সিরাজের ৬, ৪০ রানে ৮ উইকেটের পতন শ্রীলঙ্কার

শ্রীলঙ্কার উইকেটের পতন ঘটিয়ে সিরাজের উল্লাস - ছবি : সংগৃহীত

এশিয়া কাপের ফাইনালের শুরুতেই চাপের মুখে শ্রীলঙ্কা। দলের রান দুই সংখ্যার ঘরে পৌঁছাতেই ৫ উইকেট হারিয়ে বসেছে তারা। ভারতের মোহাম্মদ সিরাজ এক ওভারেই তুলে নেন ৪ উইকেট! সুবাদে ৪ ওভারে মাত্র ১২ রানে ৫ হারিয়ে বসেছে স্বাগতিকরা।

পরে সিরাজ তুলে নেন আরো ২ উইকেট। এবং হার্দিক পান্ডে নেন আরেকটি। এতে ৪০ রানে সংগ্রহ করতেই ৮ উইকেট হারাতে হয়েছে শ্রীলঙ্কাকে।

চতুর্থ ওভারে এসে প্রথম বলেই পাথুম নিশানকাকে ফেরান মোহাম্মদ সিরাজ। ৪ বলে ২ রান করে লোকেশ রাহুলকে ক্যাচ দেন তিনি। এক বল পর সাদিরা সামারাবিক্রমাকেও সাজঘরের পথ দেখান এই পেসার। শূন্য রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি।

আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সামারাবিক্রমা ফেরার ধাক্কা সামলে উঠার আগেই পরের বলে চারিথ আসালাঙ্কাকে হারিয়েছে লঙ্কানরা। এই ব্যাটারকে গোল্ডেন ডাকের স্বাদ দেন সিরাজ।

তৃতীয় ও চতুর্থ বলে উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন সিরাজ, যদিও তা হয়নি। তবে পঞ্চম বলে ঠিকই উইকেট তুলে নিয়েছেন তিনি। ধনঞ্জয়া ডি সিলভাকে উইকেট কিপারের ক্যাচ বানান সিরাজ।

এছাড়া দুশান সানাকা ও কুশাল মেন্ডিসকেও প্যাভেলিয়নে ফিরিয়েছেন মোহাম্মদ সিরাজ।

এর আগে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। সব প্রস্তুতি থাকার পরও নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি, হঠাৎ বৃষ্টিতে ৩০ মিনিট পর শুরু হয় খেলা।

এরপরই বুমরাহর আঘাত। ইনিংসের তৃতীয় বলেই ভাঙেন লঙ্কানদের উদ্বোধনী জুটি। কুশল পেরেরাকে কোনো রান করার আগেই ফিরিয়েছেন এই পেসার। দলীয় সংগ্রহে তখনো কোনো রান যোগ হয়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১২.৩ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৮ উইকেটের বিনিময়ে ৪০। 


আরো সংবাদ



premium cement