০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, empty
`

৪ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

ব্যাট করতে নেমে আত্মবিশ্বাসী শুরু করেছিলেন তানজিদ তামিম - ছবি : সংগৃহীত

এরই মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ। সবশেষ উইকেটটি পড়েছে দলীয় ৫৯ রানে। ২৮ বলে ১৩ রান করে ফিরে যান মেহেদী হাসান মিরাজ।

এর আগে ইনিংসের শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে টাইগাররা। তানজিদ তামিম ভালো শুরু করেও ১২ বলে মাত্র ১৩ রানে আউট হন। আর লিটন দাস দুই বল খেলে ফেরেন শূন্য রানে।

এরপর দীর্ঘ দিন পর দলে সুযোগ পাওয়া এনামুল হক বিজয়ও আশা দেখাতে পারেননি বাংলাদেশকে। ১১ বলে ৪ রান করে শার্দুল ঠাকুরের শিকারে পরিণত হন তিনি। ক্যাচ দেন লোকেশ রাহুলকে।

পরে সাকিব ও মিরাজ মিলে ইনিংসটা মেরামতের চেষ্টা করেন। তারা দলের রান ৩ উইকেটে ২৮ থেকে নিয়ে যান ৫৯ পর্যন্ত। এরপর আক্সার প্যাটেলের বলে স্লিপে ক্যাচ দেন মিরাজ। ভাঙে আশাজাগানিয়া জুটিটি। ফলে আরো চাপে পড়ে বাংলাদেশ।

এখন সাকিবের (২৪) সাথে ক্রিজে আছেন তাওহীদ হৃদয়। তার সংগ্রহ ২ রান। আর দলের সংগ্রহ ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৫ রান।

এর আগে কলম্বোতে ৫ পরিবর্তন নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে আত্মবিশ্বাসী শুরুও করেছিল তারা। প্রথম বলেই বাউন্ডারি হাঁকান তামিম জুনিয়র।


আরো সংবাদ



premium cement