০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১,
`

স্বাচ্ছন্দ্যে খেলছে শ্রীলঙ্কা

- ছবি : সংগৃহীত

স্বস্তি নিয়েই পানি পানের বিরতিতে শ্রীলঙ্কা। ষষ্ঠ ওভারে প্রথম উইকেট হারানোর পর আর কোনো উইকেট হারায়নি তারা। ১৭ ওভার শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ৮০ রান। ৪৬* রানের জুটি গড়ে ফেলেছেন পাথুম নিশানকা ও কুশল মেন্ডিস।

টসে হেরে ব্যাট করতে নেমে ৩৫ রানে উদ্বোধনী জুটি ভাঙে শ্রীলঙ্কার। দিমুথ করুনারত্নে ফেরেন ১৭ বলে ১৮ রান করে। হাসান মাহমুদের শিকার হন তিনি। তবে এরপর নিশানকা ও মেন্ডিস মিলে ধরেছেন দলের হাল।

অধিনায়ক সাকিব আল হাসান ঘুরিয়ে-ফিরিয়ে বল করাচ্ছেন। শেষ দিকে অবশ্য স্পিনাররাই আধিপত্য পেয়েছে। সাকিব নিজে ও নাসুম বল করছেন টানা। নিশানকা ৩৫ ও মেন্ডিস অপরাজিত আছেন ২১ রানে।


আরো সংবাদ



premium cement