১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

- ছবি : সংগৃহীত

নাসিম শাহের পর শাহিন শাহ আফ্রিদি, এবার হারিস রউফের জোড়া আঘাত। পাকিস্তানের পেস বোলিংয়ের এই তিন কাণ্ডারী মিলেই ভেঙে দিলেন বাংলাদেশের টপ অর্ডার। ৯.১ ওভারেই নেই ৪ উইকেট, রান মাত্র ৪৭। ফলে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।

মেহেদী মিরাজ ও লিটন দাস তো আগেই ফিরেছিলেন, এবার সাজঘরের পথ ধরলেন নাইম শেখ ও তৌহীদ হৃদয়। হারিস রউফকে পুল করতে গিয়ে তার হাতেই ফিরতি ক্যাচ দিয়ে ফিরলেন নাঈম। ২৫ বলে ২০ রান এসেছে তার ব্যাটে। আর হৃদয় ফেরেন রউফের বলে সরাসরি বোল্ড হয়ে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারের প্রথম বলেই ফেরেন মিরাজ। আগের ম্যাচে ইনিংস উদ্বোধন করতে নেমে শতক হাঁকানো এই অলরাউন্ডার আজ ফেরেন নাসিম শাহর শিকার হয়ে গোল্ডেন ডাক মেরে। কোনো রান যোগ করার আগেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

এরপর নাইমকে সাথে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন লিটন। তবে আরো একবার ভালো শুরুর পরও ব্যর্থ তিনি, ভালো কিছুর সম্ভাবনা জাগিয়েও ফিরেন দলকে ব্যাকফুটে ঠেলে দিয়ে।

একপ্রকার যেন আত্মহত্যাই করেন লিটন। আফ্রিদির বলে উইকেটের পেছনে খোঁচা দিয়ে ১৩ বলে ১৬ করে ফেরেন তিনি।

 


আরো সংবাদ



premium cement