১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১, ৯ রবিউস সানি ১৪৪৬
`

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

কাটেনি সুপার ফোর নিয়ে অনিশ্চয়তা
জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ - ছবি: সংগৃহীত

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। পরপর দুই ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে ম্যাচে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে টাইগাররা। তুলে নিয়েছে আফগানিস্তানের পাঁচ উইকেট। ৩৮ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ১৯৭/৫। ৭২ বলে এখনো চাই ১৩৮ রান। হাতে আছে পাঁচ উইকেট।

শুরুতে ধীরে সুস্থে খেললেও সময়ের সাথে সাথে ভয়ঙ্কর হয়ে উঠেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি। ইবরাহীম জাদরান ফেরার পর তার ওপরে ভর করেই এগিয়ে যাচ্ছিল আফগানিস্তানের ইনিংস। তুলে নেন ক্যারিয়ারের ১৫তম ফিফটি। তবে এরপর আর ইনিংস টানতে পারেননি, শরিফুলের শিকার হয়ে ফিরেছেন তিনি।

৬০ বলে ৫১ রান করে আউট হন শাহিদি। এর আগের ওভারে (৩৭তম) মিরাজ ফেরান নাজিবুল্লাহ জাদরানকে। ২৫ বলে ১৭ রান করেন তিনি। এখন মাঠে আছেন মোহাম্মদ নাবি ও গুলবাদিন নাইব।

সরাসরি সুপার ফোর নিশ্চিত করতে আফগানিস্তানকে থামাতে হবে ২৭৯ রানে। অর্থাৎ শেষ বারো ওভারে ৮২ রানের বেশী না দিলেই কিংবা এর মাঝেই আফগানদের অলআউট করতে পারলে পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে সুপার ফোর নিশ্চিত হবে বাংলাদেশের।


আরো সংবাদ



premium cement