১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১, ৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রোহিত-কোহলিকে ফিরিয়ে ভারতকে চেপে ধরেছে পাকিস্তান

রোহিত-কোহলিকে ফিরিয়ে ভারতকে চেপে ধরেছে পাকিস্তান - ছবি : সংগৃহীত

বৃষ্টির পরই স্বস্তি নামলো পাকিস্তান শিবিরে। শাহিন শাহ আফ্রিদি চেপে ধরেছেন ভারতকে, ভেঙেছেন তাদের টপ অর্ডার। মাত্র ২৭ রানের মধ্যেই ফিরিয়ে দিয়েছেন কোহলি ও রোহিতকে।

অধিনায়ক রোহিত শর্মাকে ফিরিয়েই দলকে প্রথম উপলক্ষ এনে দেন আফ্রিদি। ১৫ রানে ভাঙেন ভারতের উদ্বোধনী জুটি। পঞ্চম ওভারে রোহিত শর্মার স্ট্যাম্প ভেঙে ফেরান ২২ বলে ১১ রানে। পরের ওভারে এসে ফেরান কোহলিকে। ভারতীয় এই পোস্টার বয়েরও স্ট্যাম্প ভাঙেন তিনি। ৭ বলে ৪ রান করেন কোহলি।

বৃষ্টির আগে অবশ্য সাবলীলভাবেই খেলছিল ভারত। তবে বৃষ্টির পর মাঠে নেমে সেই ছন্দ আর ধরে রাখতে পারলো না তারা। ৪.২ ওভারে বিনা উইকেটে ১৫ রানে তুলতেই ৩০ মিনিট বৃষ্টিতে বন্ধ থাকে খেলা। এরপর খেলক শুরু হলেই ধস নামে ভারতীয় ব্যাটিং লাইনআপে।

এই মুহূর্তে ভারতের সংগ্রহ ৭ ওভারে ২ উইকেটে ৩০ রান। শুভমান গিল ১২ বলে ১ ও শ্রেয়াস আইয়ার ১ বলে ১ রানে আছেন মাঠে।

 


আরো সংবাদ



premium cement