২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮ আশ্বিন ১৪৩০, ০৭ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

এক্স-রে করা হবে সাকিবের আঙুল, তাসকিন আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়


আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে জায়গা হয়নি সাকিব আল হাসানের, ব্যথার কারণে দলছুট তিনি। একই কারণে দলে থেকেও অনিশ্চয়তা আছে তাসকিনের একাদশে থাকা নিয়ে। দু’জনের ব্যথার সামগ্রীক অবস্থা সম্পর্কে ধারণা দিলেন বিসিবির মেডিক্যাল বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী।

বুধবার (৭ জুন) মিরপুরে সাকিবের ব্যথা সম্পর্কে এমনটাই বলেন দেবাশীষ চৌধুরী।

গত আয়ারল্যান্ড সিরিজে আঙুলে ব্যথা পান সাকিব। খেলতে পারেননি শেষ ওয়ানডেও।

জানা যায়, চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। এখন পর্যন্ত প্রায় চার সপ্তাহ চলে গেলেও এখনো নতুন কোনো আপডেট আসেনি তার ব্যথা সম্পর্কে।

জানা গেছে, সাকিবের বর্তমান পরিস্থিতি কি তা জানতে শিগগিরই একটি এক্স-রে করবে বিসিবির মেডিক্যাল টিম। এরপর ঠিক করা হবে তার পুনর্বাসন প্রক্রিয়া।

বিসিবির মেডিক্যাল বিভাগের প্রধান বলেন, ‘সাকিবের আঙুলের ফ্র্যাকচারের তো এক মাস হতে চললো। নিয়ম অনুসারে আমরা একটা চেক এক্স-রে করে ওর পরিস্থিতি পর্যবেক্ষণ করবো। ওটার ওপর নির্ভর করে আমরা আমাদের পরবর্তী রিহ্যাব প্রোগ্রামগুলো ঠিক করবো।’

তাসকিনের ব্যথা পুরনো। আয়ারল্যান্ড সিরিজের দলেও থাকা হয়নি তার একই কারণে। ব্যথায় পড়েছেন প্রায় দু’মাস হতে চললো এই কোচের। অনেকটা সারিয়েও উঠেছেন তিনি। এখন আছেন পুনর্বাসনে। কিভাবে তার ফেরার প্রক্রিয়া চলছে, তাও জানান দেবাশীষ।

তিনি বলেন, ‘তাসকিনের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট দেখা হচ্ছে। যখনই সে প্রত্যাশিত ওয়ার্ক লোডে পৌঁছাবে তখনই সে খেলতে পারবে। বোলিং না করলে ওয়ার্ক লোড কিভাবে পরিমাপ হবে? এটা একটা সফটওয়্যার ভিত্তিক প্রোগ্রাম, ওখানে ইনপুট দেয়া হচ্ছে। তখনই বুঝা যাবে, ও কোন জোনে আছে দেখা যাক। যদি গ্রিন জোনে থাকে তাহলে ওকে খেলার জন্য অনুমতি দেয়া হবে।’


আরো সংবাদ



premium cement
‘গাড়ি না পাইলে আমার সোনা মানিকেগো লইয়া যামু কেমনে?’ বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু : অর্থ সহায়তা দিলেন পুলিশ সুপার নিষেধাজ্ঞার ব্যাপারে আমরা মার্কিন প্রশাসনের সাথে কথা বলব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের ৭টি ভেন্যু নিশ্চিত করলো আইসিসি বিপিএলসহ বাংলাদেশের ক্রিকেটে নিষিদ্ধ নাসির কানাডায় বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকার আহ্বান অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারাল ভারত যুক্তরাষ্ট্রের ভিসানীতি বাস্তবায়ন শুরু অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র লিভার সিরোসিস ভোগাচ্ছে খালেদা জিয়াকে বাজেট নয়, উদ্দেশ্য পূরণ হবে না বলে পর্যবেক্ষক পাঠাবে না ইইউ

সকল