১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

দলের জন্য খেলতে চান মোসাদ্দেক

মোসাদ্দেক হোসেন সৈকত। - ছবি : সংগৃহীত

অপার সম্ভাবনার পাহাড় নিয়ে কতো প্রতিভামাখা মুখ দেখা গেছে বাংলাদেশ দলে। কিন্তু সময়ের সাথে অযত্ন অবহেলায়, কখনো বা নিজের হেলায় তারা হারিয়েছে হারিয়েছে বহুদুরে। তবে বার নার ধাক্কা খেয়েও স্রোতের বিপরীতে একজন লড়াই করে চলেছেন অবিরত, নামটা তার মোসাদ্দেক হোসেন সৈকত।

কিন্তু যখনই একটু দৌঁড়াতে শুরু করেন, তখনই থামতে হয় তাকে। কোনো এক অজানা কারণে ভালো করেও দলে থিতু হতে পারনি কোনো সময়ে। সুযোগও মেলেনি কখনো লম্বা সময়ের জন্যে। সৌম্য-লিটনরা যে সুযোগ পেয়েছেন, তার বিন্দুমাত্রও জুটেনি মেসাদ্দেকের ভাগ্যে। অথচ সতীর্থ থেকে সমালোচক সবাই বলে থাকেন, ‘সৈকত বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ।’

তবুও যখন আফগানিস্তানের বিপক্ষে দলের প্রাথমিক ক্যাম্পে জায়গা হলো না, তখন আর নিজের অভিমান চেপে রাখতে পারলেন না মোসাদ্দেক। এবার মুখ খুললেন তিনি। ক্রিকেট বিষয়ক ওয়েব সাইট ক্রিকফ্রেঞ্জিকে দেয়া এক সাক্ষাৎকারে জমিয়ে রাখা অভিমানের বিস্ফোরণ ঘটিয়েছেন তিনি।

যেখানে হতে পারতেন দলের নিয়মিত মুখ, সেখানে ছয় বছরে মাত্র ৪টি টেস্ট খেলেছেন মোসাদ্দেক। যা নিয়ে রয়েছে তার বেশ আক্ষেপ। তিনি বলেন,‘গত ছয় বছরে মাত্র ৪টি টেস্ট খেলেছি। আমি প্রাপ্যটা হয়ত আরো বেশি হতে পারত। আমি আরো বেশি ম্যাচ খেলতে পারতাম যদি সুযোগ পেতাম। সেই সুযোগটা হয়ত আমি পাইনি, আক্ষেপ তো অবশ্যই আছে।’

মোসাদ্দেক সুযোগের ব্যবহার প্রায় সময়েই করেছেন। যদিও নিজের প্রিয় পজিশনে সুযোগ মেলেনি কখনোই। যখন বুঝলেন জাতীয় দলে ফিরতে হলে প্রিয় জায়গা ছাড়তে হবে, তখন থেকে সেভাবেই লড়াই শুরু করলেন। আবাহনীর অধিনায়ক হয়েও এ কারণেই ছয়ে-সাতে খেলেন। যেখানে আসলে নিজের বলতে কিছু থাকে না, খেলতে হয় শুধু দলের দিকে তাকিয়ে।

এই প্রসঙ্গে মোসাদ্দেক বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে আমার যা রেকর্ড আছে সব কিন্তু ওপরে ব্যাট করে। নিচে ব্যাটিং করে আপনি কখনো রেকর্ডের মালিক হতে পারবেন না। দল যেটা চাইবে সেটাই করতে হবে। দলের প্রয়োজন অনুযায়ী খেলতে হবে। আমি যেখানে ব্যাটিং করি সেখানে নিজের বলতে আর কিছু থাকে না।’

সাম্প্রতিক সময়ে ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করে আবারো আলোচনায় মোসাদ্দেক। কিন্তু আসন্ন আফগানিস্তান সিরিজের প্রি-ক্যাম্পে ডাক না পাওয়ায় হতাশ হয়েছেন এ অলরাউন্ডার। তিনি বলেন,‘যখন জানবেন, আপনি বিশ্বকাপের আলোচনায় আছেন; এর আগে ২৪ থেকে ২৫ জনকে নিয়ে একটা ক্যাম্প করবেন, ওই ক্যাম্পে যদি আলোচনায় থাকা একজন খেলোয়াড় না থাকে স্বাভাবিকভাবেই তার মনে দু’টি চিন্তা কাজ করে, থাকবো কি থাকবো না।’

যদিও বিশ্বকাপ দলে ক্রিকেট বিশেষজ্ঞরা মোসাদ্দেককে রাখছেন, বলছেন তার অলরাউন্ড নৈপুণ্য দলের জন্য ভালো হবে। বিশেষ করে ৭ নম্বরে ব্যাট করতে পারার সক্ষমতা তাকে এগিয়ে রাখবে অনেকের থেকেই। মোসাদ্দেকও আশাবাদী সেই জায়তগাটা পাবেন তিনি। ‘আমি চাইব ভালো খেলে যেন সেই (৭ নম্বর) জায়গাটা নিতে পারি এবং দেশকে অনেক কিছু দিতে পারি। এখন সিদ্ধান্ত পুরোটাই তো টিম ম্যানেজম্যান্টের।


আরো সংবাদ



premium cement