১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

আবেগ নয়, পারফরম্যান্স দিয়েই দলে থাকতে হবে

আবেগ নয়, পারফরম্যান্স দিয়েই দলে থাকতে হবে। - ছবি : সংগৃহীত

বাংলাদেশ দলে আবেগের কোনো জায়গা নেই বলে মন্তব্য করেছেন খালেদ মাহমুদ সুজন। স্পষ্টই জানিয়েছেন, দলের প্রয়োজনকেই প্রাধান্য দেয়ার কথা। বললেন, দলে যাকে প্রয়োজন তাকেই আনা হবে। দলের প্রয়োজনে শুধু মাহমুদুল্লাহ রিয়াদ না মাশরাফি বিন মর্তুজাকেও খেলাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিশ্বকাপ মাঠে গড়াতে এখনো চার মাসের মতো বাকি, এরই মধ্যে বিশ্বকাপের দল নিয়ে সরগরম হয়ে উঠেছে ক্রিকেট পাড়া। কে থাকবে, কে থাকবে না, এমন সব প্রশ্নে জর্জরিত বিসিবি কর্মকর্তারা। তবে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানালেন, নির্বাচক ও কোচরা দলের চাহিদা অনুযায়ী সঠিক মানুষটাই বেছে নিবে।

শনিবার সুজন বলেন, ‘এটার জন্য বিসিবি তো লোক রেখেছে। মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার ও আবদুর রাজ্জাক এবং কোচরা এ কাজের জন্য বেতনভুক্ত। এটা তাদের সিদ্ধান্ত। বিসিবি প্রেসিডেন্ট, অন্য কেউ বা আমার সিদ্ধান্ত না। তারা তাদের কাজ করুক। আর আমাদেরও আস্থা রাখতে হবে নির্বাচক ও ম্যানেজমেন্টর ওপর। তারা যেটা চাইবে, সেটা সবচেয়ে ভালোটাই চাইবে।’

এ সময় মাহমুদউল্লাহকে বিশ্বকাপ দলে দেখছেন কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দল আবেগের কোনো জায়গা না। এখানে পারফর্মেন্স এবং যাকে প্রয়োজন হয় আমি তাকেই খেলাব। এমনকি মাশরাফির প্রয়োজন হলে তাকেও খেলাব। এতে কোনো সমস্যা নেই।’

এরপর দেশের ক্রিকেটে সিনিয়রদের অবদান তুলে ধরে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান খালেদ মাহমুদ সুজন। তবে দলের ভালোর জন্য ও বয়সের বাধায় অনেক ক্ষেত্রেই বাস্তবমুখী সিদ্ধান্ত নিতে হয় বলে দাবি করেন। বিসিবি ক্রিকেটারদের সম্মানজনক বিদায় চায় বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘বিদায়টা যেন সম্মানের হয়, তা বোর্ডের সবাই চায়। কিন্তু যখন তারা না বুঝে, তখন আমাদেরও কিছু করার থাকে না। এ সময় একটা কঠিন জায়গায় দাঁড়াতে হয়। আমার স্পষ্ট মনে আছে, টি-টোয়েন্টির আগে আমি রিয়াদের সাথে কথা বলেছিলাম। সেখানে তর্ক হতেই পারে বা অনেক কথা হতেই পারে। আমি মনে করি, এসব কথা বলার অধিকার তার রয়েছে।’


আরো সংবাদ



premium cement