১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

পাকিস্তান-ভারতের বিরোধে ফেঁসে গেল শ্রীলঙ্কা

পাকিস্তান-ভারতের বিরোধে ফেঁসে গেল শ্রীলঙ্কা - ছবি : সংগৃহীত

এবার শ্রীলঙ্কাও জড়িয়ে গেল ভারত-পাকিস্তানের বিরোধে। পাকিস্তানকে টপকে এশিয়া কাপ আয়োজনে আগ্রহ দেখিয়ে পিসিবির চোখ রাঙানিতে তারা। শ্রীলঙ্কায় গিয়ে সিরিজ খেলতে না যাবার হুমকি দিয়েছে পাকিস্তান! এমনটাই দাবি ভারতীয় গণমাধ্যমের।

মাস দুয়েক ধরে জটিলতা চলছে এশিয়া কাপের ভেন্যু নিয়ে। পূর্ব ঘোষণা অনুযায়ী অবশ্য পাকিস্তানেই এশিয়া কাপ হবার কথা থাকলেও আপত্তি জানায় ভারত। রাজনৈতিক কারণে পাকিস্তানে যেতে চায় না তারা। বিষয়টি নিয়ে বেশ কয়েক দফা আলোচনা হলেও কোনো সমাধা হয়নি। পাকিস্তানের দেয়া হাইব্রিড মডেলের প্রস্তাবও বিসিসিআই মেনে নেয়নি।

এমতাবস্থায় এশিয়া কাপ আয়োজনে আগ্রহ দেখায় আসরের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে শীর্ষ গণমাধ্যমে উঠে আসে এমন খবর। বিষয়টি ভালো চোখে দেখেনি পাকিস্তান। এর প্রতিক্রিয়ায় আগামী মাসে শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ খেলতে যেতে আপত্তি জানিয়েছে তারা, এমন দাবি ভারতীয় গণমাধ্যমের।

আগামী জুলাইয়ে নিজেদের মাঠে পাকিস্তানকে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাব দেয় শ্রীলঙ্কা। শুরুতে পিসিবি আগ্রহ দেখালেও এখন সেখান থেকে সরে দাঁড়িয়েছে তারা। মূলত শ্রীলঙ্কা এশিয়া কাপ আয়োজন করতে আগ্রহী হওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড এমনটা করেছে বলে অভিযোগ।

পিসিবির একটি সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ‘পরের মাসে শ্রীলঙ্কায় গিয়ে এক দিনের সিরিজ খেলার প্রস্তাব নাকচ করে দিয়েছে পিসিবি। দু’দেশের সম্পর্ক এখন মোটেই ভালো নয়। প্রস্তাব ফেরানোর অর্থ শ্রীলঙ্কার আচরণে খুশি নয় পাকিস্তান।’

শুধু শ্রীলঙ্কাই নয়, বাংলাদেশ এবং আফগানিস্তানের শেষ মুহূর্তে অবস্থান বদলও বেশ ক্ষুব্ধ করেছে পাকিস্তানক। এমনটা দাবি করে সেই সূত্র বলছে, ‘পিসিবি সভাপতি ভেবেছিলেন, বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে এশিয়া কাপ পাকিস্তানে আয়োজনের পথ বের করবেন। হাইব্রিড মডেল নিয়ে ভারতকে চাপে ফেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু গত কয়েক দিনে যা হয়েছে তাতে তিনি ক্ষুব্ধ।’


আরো সংবাদ



premium cement
বাংলাদেশের নতুন স্পিন কোচ পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার মান্দায় বিদ্যুৎপৃষ্টে দর্জি ব্যবসায়ীর মৃত্যু সমর্থকদের মাতামাতি করতে মানা করলেন শান্ত বান্দরবানের কেউক্রাডং পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান : আটক ৮, অস্ত্র উদ্ধার স্বাধীনতা সূচকে ১৬৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪১তম নাটোর পৌরসভা কার্যালয়ের ভিতরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত কাঁঠালিয়ায় মাঠে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে কিশোরে মৃত্যু সালমান খানের বাড়িতে গুলির ঘটনায় গ্রেফতার ২ আরো দুই সদস্য বাড়িয়ে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন রাবির নতুন জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রণব কুমার পাণ্ডে অপরাধ না করেও আসামি হওয়া এখন নিয়মে পরিণত হয়েছে : মির্জা ফখরুল

সকল